সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট : শিগগিরই প্রশাসক নিয়োগ
ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট : শিগগিরই প্রশাসক নিয়োগ
ময়মনসিংহ প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গতকাল রবিবার (১৪ অক্টোবর) বিকেলে গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ময়মনসিংহ দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে নিকারের অনুমোদনের পর থেকে শুরু হয় সীমানা নিয়ে জটিলতা। অনাকাঙ্কিত এমন ভুলেই কেটে যায় প্রায় ছয় মাস। অবশেষে সীমানা নিয়ে এসব জটিলতা কাটিয়ে ৩২টি মৌজা নিয়ে যাত্রা শুরু করলো ময়মনসিংহ সিটি করপোরেশন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন-২ শাখার) আইন ও ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকার ৩২টি মৌজার সমন্বয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করা হলো।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করবেন এবং আনুষ্ঠানিক সিটি কর্পোরেশনের কার্যক্রম শুরু হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
প্রকাশিত গেজেট অনুযায়ী ৩২টি মৌজা হলো- ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগন্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃষ্ণপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর(আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক)।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নবগঠিত এ সিটি করপোরেশনে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫ হাজার ১৬৭ জন। মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সিটি করপোরেশনের প্রশাসক শিগগিরই নিয়োগ দেবে। তবে আইন অনুযায়ী গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা।
এদিকে বহুল প্রত্যাশিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশিত হওয়ায় ময়মনসিংহ মহানগরসহ জেলাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার। ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করার জন্য ময়মনসিংহের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
নবগঠিত সিটি করপোরেশনের গেজেট প্রকাশে প্রধানমন্ত্রীর প্রতি আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক (ডিসি) ড. সুবাস চন্দ্র্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি), ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম প্রমূখ।