সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আবারো এক গরু ব্যবসায়ী খুন : গলিত লাশ উদ্ধার
আলীকদমে আবারো এক গরু ব্যবসায়ী খুন : গলিত লাশ উদ্ধার
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) বান্দরবানের আলীকদমে এক গরু ব্যবসায়ী খুন হয়েছে। তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে সেনাবাহিনীর পোয়ামুহুরী আর্মি ক্যাম্পের সহযোগীতার ৭ জনকে আটক করা হয়ে। আজ সোমবার সকালে সংবাদ পেয়ে আলীকদম থানা পুলিশ আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দুর্গ পাহাড়ি ইন্দু এলাকা থেকে ওই মৃত দেহ উদ্ধার করে এবং সন্ধ্যা সাতটায় মৃত দেহটি আলীকদম থানায় নিয়ে আসে। উত্তেজিত জনতাকে সামাল দিতে কড়া নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। উদ্ধার কৃত মৃতদেহ সনাক্ত করেছে আলীকদম উপজেলাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সর্দার পাড়ার মোঃ ইউনুছ। মৃত দেহটি তার সেজ ছেলে মো. হেলাল উদ্দিন এর। তিনি ১৪ অক্টোবর রাবিবার সন্ধ্যায় বিষয়টি আলীকদম জোনকে অবগত করলেও এবিষয়ে থানায় কোন ডায়েরী করা হয়নি বলে জানান আলীকদম থানার অফিসার্স ইনচার্জ রফিক উল্লাহ। তিনি বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর সহায়তায় মৃতদেহ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।
এদিকে আটকৃতরা হলেন, দুর্গম কুরুক পাতা ইউনিয়নের লোহব ম্রো (৪০) মারান ম্রো (৫০), মেনচুক ম্রো (৩০), পাছুয়া ম্রো (৩৫), মেনতাং ম্রো (৩০) এবং ৩নং নয়াপাড়া ইউনিয়নের মাংক্রাত ম্রো (২৮), মাংইন ম্রো ২৮)। আটকৃত লোহব ম্রো মুরুং ন্যাশনাল ডেমোক্রেসী পার্টির অন্যতম নেতা। তারা গত ৫ নভেম্বর ২০১৫ সালে অস্ত্রসহ আত্মসমর্পন করে।
মৃত হেলাল উদ্দিন মা মমতাজ বেগম জানান, গত ২৫ সেপ্টেম্বর আমার ছেলে ২ লক্ষ টাকা নিয়ে মাতামুহুরী নদীপথে দুর্গম পাহাড়ি এলাকা পোয়ামুহুরী যায় গরু কিনতে। যাওয়ার পর থেকে ০২ অক্টোবর পর্যন্ত আমার ছেলের সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু দুই তারিখের পর থেকে আমার ছেলে আমাকে আর ফোন করেনি, কারো কাছে কোন খজ খবরও পাইনি। কাল আমার বড় ছেলে মোঃ ইলিয়াছ গিয়ে ইন্দু এলাকা থেকে আমার হেলালের গলা কাটা লাশ খুজে বের করে। এসব কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন মমতাজ বেগম।
এবিষয়ে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সাইফ শামীম বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা সতর্ক অবস্থায় আছি। যেন কোন স্থানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাাছাড়া লাশ ময়না তদন্তের পর পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য ২০১৬ সালের ১৬ এপ্রিল আলীকদম-থানচি সড়কের ২৮ কিলো এলাকায় দুর্বৃত্তরা আবু বক্কর (৪০), শাহাব উদ্দিন (২৫) ও আফসার আলী (৩৫) নামের তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করার পর নির্মমভাবে হত্যা করে। ১৮ এপ্রিল সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনসাধারণ ওই তিন গরু ব্যবসায়ীর বিভৎস্য মৃতদেহ উদ্ধার করে এবং ২০১৫ সালের ২৭ ডিসেম্বর আলীকদম পান বাজার এলাকার মৃত লাল শাহ ফকির এর ছেলে বোরহান উদ্দিন (৫০) কে অপহরণ করে একদল পাহাড়ি সন্ত্রাসী। অপহরণের ৪৫ ঘন্টা পর আলীকদম থানচি সড়কের ১৩ কিলোমিটার পয়েন্টের কামরাঙ্গা ঝিরি সড়ক হইতে প্রায় এক হাজার মিটার গভিরে একটি ছড়ার মধ্য থেকে ক্ষত বিক্ষত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।