শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে ইউপিডিএফ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খাগড়াছড়িতে ইউপিডিএফ এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খাগঢ়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার ২৬ ডিসেম্বর শনিবার খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিভিন্ন কর্মসূচি পালন করেন বলে তাদের দলীয় সূত্র জানায় । কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়সমূহে বিপ্লবী সংগীত বাজানো, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বিভিন্ন দৃষ্টিগ্রাহ্য স্থানে ব্যানার-ফেষ্টুন-পোষ্টার টাঙানো, দেয়াল লিখন ইত্যাদি। সংগ্রামী অভিবাদন জানিয়ে উড়ানো হয়েছে বৃহৎ বেলুন।
সকাল ১০টায় স্বনির্ভরস্থ দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এতে পুষ্পস্তবক অর্পণ করেন ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ, শহীদ পরিবাবর্গ ও কর্মীরা। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমা প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় ধরনের জমায়েত বা সমাবেশের আয়োজন করা হয়নি। পৌরসভা নির্বাচন - ২০১৫ উপলক্ষে আনুষ্ঠানিকতা পালনে প্রশাসন বাধা ছিল বলে ইউপিডিএফ এর অভিযোগ।