মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » দূর্গাপূজা উপলক্ষে মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের জামা বিতরন
দূর্গাপূজা উপলক্ষে মুক্তিরবন্ধন ফাউন্ডেশনের জামা বিতরন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৩১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৪মি) শারদীয় দূর্গ্যোৎসব উপলক্ষে মুক্তিরবন্ধন ফাউন্ডেশন সনাতন ধর্মালম্বী হত দরিদ্র শিশু কিশোরের মাঝে নতুন জামা বিতরন করেছে।
আজ মঙ্গলবার উপজেলার রায়ের বাজার কালী মন্দির, খালবলা শিব মন্দির, আঠারবাড়ী জগদাত্রী মন্দিরে মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের সেচ্চাসেবী সংঘটনটি ৬ শতাধিক হত দরিদ্র শিশু কিশোরদের মাঝে নতুন জামা বিতরন করে।
নতুন জামা পেয়ে হত দরিদ্র শিশু কিশোর ও তাদের পরিবারের লোকজন ভেজায় খুশি। মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের সেচ্চাসেবী এ সংঘটনটি বিভিন্ন সরকারি কর্মচারী, প্রবাসী ও বিত্তবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে তারা দরিদ্র ও অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। মুক্তির বন্ধন ফাউন্ডেশন প্রতি রমজানে, ঈদে, কুরবানিতে, সনাতন ধর্মাবলম্বিদের পূজা, খ্রিষ্টানদের বড়দিনে, এতিমখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হত দরিদ্রদের শিক্ষা উপকরণ বিতরন করে আসছে।
এছাড়াও বন্যা দুর্গত মানুষের সেবা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের শিক্ষা চিকিৎসা সংক্রান্ত সহযোগিতার হাত বাড়িয়ে থাকে এই মুক্তির বন্ধন ফাউন্ডেশন সংঘটনটি।
এসব হত দরিদ্র শিশু কিশোরদের মাঝে নতুন জামা বিতরনের সময় ভলান্টিয়ারদের মাঝে উপস্থিত ছিলেন, মাহবুব আলম সানি, মাসুম ভূঁইয়া, সৈয়দ আব্দুল্লাহ সোহান, আব্দুস সামাদ জুম্মন, শাহরিয়ার খান ইমন, মাহফুজুর রহমান টোটুল, মুস্তাকিম আহমেদ, জাকির হোসেন ও সূর্যনন্দি প্রমূখ।
এ বিষয়ে জানতে চাইলে সংগঠনের অর্থ সম্পাদক আজহারুল ইসলাম পলাশ বলেন, সরকারি ও বেসরকারি ভাবে আর্থিক সহযোগিতা পেলে আমাদের কার্যক্রমকে আরো গতিশীল করা সম্ভব হবে। তিনি আরো বলেন সুবিধা বঞ্চিত হত দরিদ্র শিশু কিশোরদের মুখে হাসি ফুটাতেই আমাদের এ উদ্যোগ।