মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কড়া নিরাপত্তায় সম্পর্ণ হল হেলালের জানাজা পরিবারে শোকের মাতম
কড়া নিরাপত্তায় সম্পর্ণ হল হেলালের জানাজা পরিবারে শোকের মাতম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি) বান্দরবানের আলীকদমে সেনা, পুলিশ ও বিজিবি’র কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হল নিহত হেলাল উদ্দিনের জানাজার নামাজ। উপচে পড়া মানুষের ভিড়, আর শোকের মাতমে স্তব্ধ আলীকদম। গতকাল সোমবার উদ্ধার হওয়া আলীকদম থানা পুলিশ ও সেনাবাহিনী পাহাড়ি সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া হেলাল উদ্দিনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। এরপর রাতেই তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বান্দরবান জেলা সদর হাসপাতালে। ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় তার পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। পরে বাদ আসর জানাজার নামাজ শেষে তার মৃতদেহ নয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।
হেলালের পরিবারে চলছে শোকের মাতম। সাত দিনের নবজাতক কন্যা সন্তানকে একটি বারের জন্য দেখে যেতে পারেনি। হেলাল। তার বড় সন্তানের বয়স তিন বছর। পিতার মৃত্যুতে নির্বাক অবুঝ শিশুরা। হেলালের পিতা মাতা প্রায় নির্বাক। চোখে অশ্রু নেই মুখে শব্দ নেই। এযেন এক নিরব নগরী। মাত্র ৫ বছর পুর্বে মামাতো বোনকে বিয়ে করে সংসার শুরু করে হেলাল। কিন্তু সুখ বেশিদিন সইলনা হেলালের স্ত্রী সন্তানদের কপালে।
এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সহায়তায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, দুর্গম কুরুক পাতা ইউনিয়নের লোহব ম্রো খংপং ম্রো (৩০) মেনচুক ম্রো (৩০), মেনতাং ম্রো (৩০), মাংইন ম্রো (২৮), লোহব ম্রো (৪০) ও মাংঅং ম্রো (৩০)। আটকৃত লোহব ম্রো মুরুং ন্যাশনাল ডেমোক্রেসী পার্টির অন্যতম নেতা। তারা গত ০৫ নভেম্বর ২০১৫ সালে অস্ত্রসহ আত্মসমর্পন করে ।
অপরদিকে অপ্রত্যাশিত ঘটনা ও নাশকতা এড়াতে সতর্কাবস্থায় রয়েছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। তবে এপর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন আলীকদম থানার সেকেন্ড আফিসার (এসআই) মো. আজমগীর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন কোন অবস্থাতেই অনাকাঙ্খীত কোন ঘটনা ঘটার সম্ভাবনা নেই। আমরা নিরাপত্তার সব দিক নিশ্চিত করেছি।
এছাড়াও আটককৃত ছয় জনের বিরুদ্ধে ৩০২, ২০১, ৩৭৯ ও ৩৪ মামলা দায়ের করা হয়েছে। আলীকদম থানার মামলা নং- ৩, তারিখ- ১৫/১০/১৮। এই মামলা মুলে তাদেরকে কোটে পেশ করা হবে।
এবিষয়ে আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সাইফ শামীম, পিএসসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা সতর্ক অবস্থায় আছি। যেন কোন স্থানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার আলীকদম উপজেলার দর্গম পাহাড়ের ইন্দু পাড়ায় পাহাড়ি সন্ত্রাসীরা নির্মমভাবে হেলালকে হত্যা করে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে রাখে। সোমবার সকালে সেনাবাহিনীর পোয়ামুহুরী ক্যাম্পের লোকজন ও পুলিশ হেলালের তার গলিত লাশ উদ্ধার করে সন্ধ্যা সাতটায় মৃত দেহটি আলীকদম থানায় নিয়ে আসে।