মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে জাতীয় পার্টি ও পরিবহণ শ্রমিকদের মধ্যে বিরোধ নিস্পত্তি
বিশ্বনাথে জাতীয় পার্টি ও পরিবহণ শ্রমিকদের মধ্যে বিরোধ নিস্পত্তি
বিশ্বনাথ প্রতিনিধি :: (৩১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি) সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সমন্বয়ে জাতীয় পার্টি ও পরিবহণ শ্রমিকের মধ্যে ভূল বোঝাবুঝি নিয়ে সৃষ্ট বিরোধ নিস্পত্তি হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গনে ওসির মধ্যস্থতায় আলাপ আলোচনার মাধ্যমে ওই বিরোধটি নিস্পত্তি করা হয়।
গত শনিবার (১৩অক্টোবর) সন্ধ্যায় ৫টনের অধিক মাল বুঝাই করে ভারী ট্রাক নিয়ে নতুন সংস্কারকৃত বিশ্বনাথ-কামালাবাজার সড়কের রাজনগর মোল্লারগাঁও নামক স্থানে প্রবেশ করেন চালক কামরান আহমদ (৩০)। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়ে জনসাধারণ চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় স্থানীয় এমপি ইয়াহ্য়ার চৌধুরী এহিয়া ওই পথে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিমধ্যে যানজট দেখে তিনি গাড়ি থেকে নেমে চালককে শ্বাসিয়ে বিক্ষুব্দ জনতার হাত থেকে রক্ষা করেন। এবিষয়টি ফেসবুকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন প্রচারণা চালালে ক্ষুব্ধ হয়ে উঠেন শ্রমিক নেতারা। এতে ওইদিন রাতেই এমপি’র বিরুদ্ধে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন পরিবহন শ্রমিকরা। পরবর্তীতে রাত ১২টায় জাতীয় পার্টির নেতাকর্মীরাও পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। পরদিন (২৪অরেক্টাবর) সারাদিন উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করলে সেটি পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রনে আনা হয়। অবশেষে মঙ্গলবার দুপুরে তাদের বিরোধ নিস্পত্তি করেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা আরশ আলী বাবলু, একেএম দুলাল, আব্দুল হান্নান, আবুল খয়ের মেম্বার, জয়নাল আহমদ মিয়া, নাসির উদ্দিন মেম্বার, ফজলু মেম্বার, আব্দুল মজিদ মেম্বার, গোলাম জবদানি, শরিফ উদ্দিন, শফিক আহমদ পিয়ার ও সোয়েব আহমদ। এদিকে পরিবহণ শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা ময়না মিয়া, ফজর আলী মেম্বার, হাবিবুর রহমান, আলাল আহমদ ও মকবুল মিয়।