বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের নাফাকুম ঝরনায় পর্যটকের মৃত্যু
বান্দরবানের নাফাকুম ঝরনায় পর্যটকের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০২মি) বান্দরবানের থানচি উপজেলার নাফা কুমে ঝরনার পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার ১৭ অক্টোবর সকালে থানচি উপজেলার নাফা কুমে পা পিছলে ঝরনার পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম আরিফুল হাসান ফাহিম (২৭)। তিনি ঢাকার মিরপুরের কচুক্ষেত ক্যান্টনমেন্ট এলাকার মো: হেদায়েত উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার আরিফুল তার বন্ধুদের সঙ্গে থানচিতে বেড়াতে যায়। আজ নাফা কুমে গেলে সেখানে পা পিছলে পড়ে গিয়ে আরিফুলের মৃত্যু হয়।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আবদুস সাত্তার বলেন, ঝরনার পনিতে ডুবে এক পর্যটকের মুত্যুর খবর পাওয়া গেছে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নেটওয়ার্ক না থাকায় এখনেও বিস্তারিত বলতে পারছি না।
থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল বলেন, নাফা কুমে পা পিছলে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এখন লাশটি রেমাক্রী পযন্ত আনা হয়েছে। তবে নেটওয়ার্ক না থাকার কারণে নাম ঠিকানা বলা যাচ্ছে না।
বান্দরবান বিজিবির সিইও মো. হাবিবুল হাসান পিএসসি বলেন, থানচির নাফা কুমে পা পিছলে পড়ে আরিফুল হাসান নামে এক যুবক মারা গেছেন। তার লাশ উদ্ধার করে থানচি নিয়ে আসা হচ্ছে।