বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :: (২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০২মি.) আজ বুধবার ১৭ অক্টোবর বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৮-১৯ অর্থ বছরের ১ম পরিচালনা বোর্ড সভা রাঙামাটিতে বোর্ডের প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। সভায় গত ৯ জুলাই ২০১৮ তারিখে অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা, ২০১৮-১৯ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত সময়ের অগ্রগতি পর্যালোচনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকুরি প্রবিধানমালা ২০১৮ (খসড়া) অনুমোদনকরণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তহবিল নীতিমালা (সংশোধিত) খসড়া অনুমোদনকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
সভাপতি মহোদয় শুরুতে সভায় আগত সদস্যদেরকে শুভেচ্ছা জানান। আজকের সভায় বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ নতুন হওয়ায় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচিতি, গঠন, কার্যক্রম ইত্যাদি বিষয়ে ধারণা প্রদান করেন। তিনি জানান যে, তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকগণ পদাধিকার বলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ডের সদস্য হয়ে থাকেন। তিনি আরো জানান যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২ কোটি টাকা বরাদ্দ নিয়ে যাত্রা শুরু করেছিল, এখন বোর্ডের কার্যপরিধি বৃদ্ধি পাওয়ায় বরাদ্দ বেড়ে দাড়িঁয়েছে শত কোটি টাকায়।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (অতিরিক্ত-সচিব), সদস্য-অর্থ শাহীনুল ইসলাম (যুগ্মসচিব), সদস্য-প্রশাসন আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), বোর্ডের সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য-বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি বিদুষী চাকমা (উপসচিব), বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধি সদস্য কান্তজয় তংচংঙ্গ্যা, খাগড়াছড়ি জেলা পরিষদের প্রতিনিধি মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ এবং উঁচুভূমি বন্দোবস্তীকরণ রাবার বাগান ব্যবস্থাপনা কমিটি জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) পুষ্প বিকাশ চাকমাসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।