বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন
ষ্টাফ রিপোর্টার :: (২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন অটুট রেখে এই বাংলাদেশের উন্নয়ন করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বিএনপি জামায়াত জোট সরকার থাকার সময় দেশে কোন ধর্মের মানুষ শান্তিতে ছিলো না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আছে বলেই বাংলাদেশের সকল সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় উৎসবগুলো সঠিক ভাবে পালন করতে পারছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আজ বুধবার ১৭ অক্টোবর রাঙামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু ও বরকল উপজেলার বিভিন্ন শারদীয়া দুর্গোৎসব পূজা মন্ডপ পরিদর্শন কালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাঘাইছড়ি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু দাশ ও রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক শ্যামল মিত্র উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য বৃন্দ সকালে বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, বাঘাইছড়ি মারিশ্যা কালী মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, দুরছড়ি হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, লংগদু উপজেলা হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, লংগদু সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, বরকল উপজেলার সুবলং হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ পরিদর্শন করেন।