বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
রাউজানে মিটার রিডারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি -২ এর সদর দপ্তর রাউজানে মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক) কানেক লোকদের অবস্তান ধর্মঘট ও স্মারক লিপি পেশ কর্মসূচী চলছে।
আজ বুধবার সকাল ১০ টা থেকে পল্লীবিদ্যুত সমিতি-২ এর প্রধান কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছেন চুক্তিভিত্তিক এসব মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত ১১০ জন কর্মচারী। আন্দোলন কারীরা বলেন, আওয়ামী লীগ সরকার ঘরে-ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। সরকারের কর্মসূচী বাস্তবায়নে মিটার রিডার কাম ম্যাসেঞ্জাররা আন্তরিকভাবে কাজ করছে। কিন্তু তারা বৈষম্যের শিকার। এজন্য তাদের চাকরি নিয়মিতকরণ, চাকুরিচ্যুতদের পুনর্বহাল ও কাজের পরিমাণ কমাতে হবে। তারা বুধবার সকালে এসব লিখিত আবেদনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে জানান।
এদিকে বুধবার সকাল ১০ টায় শুরু হওয়া কর্মবিরতি তাদের যুক্তিক দাবী না-মানা পর্যন্ত চলবে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আন্দোলন রত কমিটির সভাপতি কামরুল হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক উৎপল কান্তি দে।
তারা বলেন, ৮০ টি সমিতির মাধ্যমে ২কোটি ৩৪ লক্ষ গ্রাহক রয়েছে। তাদের সমস্ত মিটার রিডার আমাদদের কম লোক দিয়ে এতদিন করানো হয়েছিল। যার কারনে আমরা কাজের চাপে জাতীয় দিবস, এমনকি পারিবারিক, সামাজিক আচার অনুষ্টান গুলোতে অংশ গ্রহন করতে পারতামনা। তারা আরো বলেন ২০০০হাজার মিটার রিডিং এবং সম পরিমান বিল বিতরনে জন্য মিটার রিডার কাম মেসেঞ্জার প্রয়োজন হয় ১১৭০০ জন। কিন্তু বর্তমানে কর্মরত আছে ৮১৪৯ জন। সে অনুয়ায়ী ৩৫৫১ জন অতিরিক্ত কর্মীর কাজ আমাদের করতে হচ্ছে। যা সম্পুর্ণ অযুক্তিক ও জোর করে চাপিয়ে কাজ আদায় করার মতন। আমাদের কর্মবিরতি অনির্দষ্ট কালের, দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। এসময় উপস্তিত ছিলেন সালাউদ্দিন আযাদ, সুজন কান্তি দে, জামসেদ আলী, প্রমোদ দে ও সূজন বুড়ুয়া প্রমুখ।