শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সমাহার সফট আয়োজন করতে যাচ্ছে অনলাইনে আয় বিষয়ক ফ্রি সেমিনার
সমাহার সফট আয়োজন করতে যাচ্ছে অনলাইনে আয় বিষয়ক ফ্রি সেমিনার
বিশেষ প্রতিনিধি :: বেকার যুবক- যুবতীদেরকে স্বাবলম্বী করে তোলার লক্ষে ফ্রি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে ওমিনিভার্স, ইউনিভার্স ও সমাহার সফট।
আপনি জানেন কি? বাংলাদেশের প্রায় ৩ লক্ষ তথ্যপ্রযুক্তি প্রকৌশলী অনলাইনে বিশ্বের সাহস্রাধিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন। এছাড়া দেশের প্রায় ৫ লক্ষ তরুণ -তরুণী আউটসোসিং এ জড়িত আছে। এই পরিমাণ ক্রমেই বাড়ছে। তাদের এ সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই না বুঝে অনলাইনের মাধ্যমে আয় করতে নেমে পড়েন।
শুধুমাত্র সঠিক গাইড লাইনের অভাবে আয় করতে না পেরে অনেকেই কাজ জানা স্বত্বেও বেকার জিবন যাপন করতেছেন। তাই এটি হতে পারে আপনার জন্য একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। একটি ল্যাপটব/ ডেক্সটপ/ এন্ড্রয়েড মোবাইল আর ইন্টারনেট সংযোগ নিয়ে খুব কম সময়ে ঘরে বসেই অনলাইনে আয় করতে পারেন।
যারা অনলাইন থেকে আয় করতে চাচ্ছেন কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না, তাদের কথা চিন্তা করেই আমাদের এই ফ্রি সেমিনার।
এই সেমিনারের আল্যেচ্য বিষয় সমূহঃ
১. ফ্রিল্যান্সিং কি ? কেন করবেন এবং কিভাবে করবেন?
২. ফ্রিল্যান্সিং এর জন্যে কাজ কোথায় শিখবো?
৩. আউটসোর্সিং কি? কেন করবেন এবং কিভাবে করবেন?
৪. আউটসোর্সিং এর জন্যে কাজ কোথায় শিখবো?
৫. ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে মূলত পার্থক্যগুলো কি কি …
৬. এসব ছাড়া কিভাবে অনলাইনে নিজের কর্মসংস্থান করবনে??
৭. বিবিধ/ প্রশ্ন – উত্তর পর্ব??
সেমিনারের ভেনুঃ ইউনিভার্স, ত্রিমোহনী বাজার, কাপাসিয়া, গাজীপুর- ১৭৩০
সেমিনারের ব্যপ্তিঃ বিকাল ৩ – ৫ টা।
উপস্থিত থাকতে হবেঃ দুপুর ২.৩০ টার মধ্যে।
সেমিনারের স্পিকারঃ এম এস হাবিবুর রহমান, লেখক, মার্কেটিং ট্রেইনার, সম্পাদক ও প্রকাশক নিউজ সমাহার, সিইও জোনাকি মিডিয়া গ্রুপ।
সেমিনার কি ফ্রিঃ হ্যাঁ সেমিনার একদম ফ্রি।
সেমিনারটি কাদের জন্যঃ অনলাইন থেকে যারা আয় করতে চায় কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছে না, মূলত তাদের জন্যই সেমিনারটি আয়োজন করা হয়েছে ।
কিভাবে সেমিনারে অংশ গ্রহণ করবোঃ সেমিনারে উপস্থিত থাকতে ইচ্ছুক হলে, এই লিংকে ( www.samaharsoft.com/srf ) প্রবেশ করে অনলাইনে ফরমটি নির্ভূল ভাবে পূরণ করুন যাতে আমরা কনফারমেশন মেসেজ পাঠাতে পারি।
হেল্পলাইন নাম্বারঃ 01711113852, 01910112983
সেমিনারের আসন নিশ্চিত হয়েছে কিনা? : সেমিনারে আপনার আসন নিশ্চিত হয়েছে কিনা তা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।