শুক্রবার ● ১৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » আমন ক্ষেতে ইঁদুর জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিধন
আমন ক্ষেতে ইঁদুর জীবনের ঝুঁকি নিয়ে চলছে নিধন
গাইবান্ধা প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৩৫মি) গাইবান্ধা সদরসহ উপজেলা গুলোর কৃষকের স্বপ্নের ফসল আমন ধানের ক্ষেত চলে যাচ্ছে ইঁদুরের পেটে। দলবেঁধে ইঁদুর আক্রমন করে ধানের গাছগুলো কেটে সাবাড় করছে। এরফলে জেলার কৃষকরা পড়েছেন বিপাকে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সম্প্রতি এ অঞ্চলে আমন ধানের শিষ বেরুতে শুরু করেছে। বুক ভরা আশা নিয়ে আছেন জেলার কৃষক-কৃষাণীরা। আমন ধান ঘরে তুলে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাবে। কিন্তু ধান ক্ষেতে ইঁদুর আক্রমনে দুঃশ্চিন্তায় পড়েছেন তারা।
সাদুল্যাপুর উপজেলার দামদরপুর ইউনিয়নের কৃষাণী হামিদা বেগম জানান, ইঁদুর এবার আমন ধানের ব্যাপক ক্ষতি করছে। এভাবে ক্ষতি করলে আমরা আমাদের ফসল ঘরে তুলতে পারবোনা।
সদর উপজেলার গিদারী ইউনিয়নের কৃষক মঞ্জিল হোসেন জানান, ‘এবার দুই একর জমিতে আমন চাষাবাদ করেছি। এখন জমিতে ধানের শিষ বের হচ্ছে। এ অবস্থায় ধান ক্ষেতে ইদুরের উপদ্রব দেখা দেওয়ায় দুঃশ্চিন্তায় আছি। অন্যান্য বছরের তুলনায় এবার আমন ধানে ইঁদুরের উপদ্রব বেশী। এজন্য ঔষধ ছিটিয়েও কোন লাভ হচ্ছে না। এমনকি ক্ষেতের মধ্যে পলিথিন বেঁধে দিয়েছেন এবং আশেপাশের অনেক কৃষক ক্ষেতের চারপাশে ইদুর মারার ফাঁদ পেতে রেখেছেন। এতেও কোন কাজ হচ্ছেনা তাই আমরা বিদ্যুৎ ফাঁদ পেতে ইদুর মারা শুরু করেছি। গতকাল সন্ধ্যার পর থেকে ২৩টি ইঁদুর মেরেছি।
বিদ্যুৎ ফাঁদ পেতে ইঁদুর মারা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, মূলত সন্ধ্যার পর আমি বিদ্যুৎ সংযোগ দেই, রাত ১১টার মধ্যেই ইঁদুর বিদ্যুৎ শক পেয়ে মারা যায়। বিদ্যুৎ সংযোগ দেয়ার শুরু থেকে সংযোগ বিচ্ছিন্ন পর্যন্ত আমি পাহাড়ায় থাকি যাতে কোন বিপদ না হয়। বর্তমানে এভাবে অনেকেই ঝুকি নিয়ে ইঁদুর নিধন করছে।
কৃষি অফিসার খাজানুর রহমান জানান, মাঠ ফসলের বৃদ্ধির সাথে সাথে ইঁদুর প্রজনন প্রক্রিয়াও চলতে থাকে। মাঠের ফসল রেখে ইঁদুর বিষটোপ খেতে চায় না এবং দমন খরচ অনেক গুণ বেড়ে যায়। তারপরও ইঁদুর নিধন বিষয়ে কৃষকদের নানা কৌশল বা পরামর্শ প্রদান অব্যহত আছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত চন্দ্র অধিকারী বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়ে আসছি। ইঁদুর নিধন প্রসঙ্গে তিনি আরও বলেন, ধানের জমির আইল পরিস্কার রাখা, গর্ত বন্ধ করে দেওয়া এবং অন্য গর্তের মুখে পানি ঢালতে হবে। ইঁদুর দমনের জন্য সবচেয়ে ভাল উপায় ক্ষেতে এমন কিছু ব্যবস্থা করা। যাতে সব সময় শব্দ হয়। শব্দ হলে ইদুর ভয়ে ক্ষেতে ঢুকবে না। এতে চাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।