শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে তুরাগ নদ রক্ষার দাবিতে মানববন্ধন
গাজীপুরে তুরাগ নদ রক্ষার দাবিতে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: দূষণ ও দখল থেকে তুরাগ নদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন তুরাগ নদ তীরবর্তী এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ৷
২৬ ডিসেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় ৷
তুরাগ নদের ৭১ কিলোমিটার এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাজার ব্রিজ, টঙ্গী ব্রিজ, গাছা ইছরকান্দি, বাসন ইসলামপুর, কামারপাড়া ব্রিজ, কাশিমপুর, কারখানা বাজার, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি, কালিয়াকৈর বাজার, মকশবিল, চা-বাগান বাজার, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজার, ঢাকার আশুলিয়া, আমিন বাজার ও বছিলা ব্রিজসহ ১৫টি স্থানে এক যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ৷ মানববন্ধনে বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অংশ নেন ৷
সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় মানববন্ধনে বক্তব্য রাখেন- গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি খন্দকার আমুনুল হক টুটুল, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, মোস্তাফিজুর রহমান কামাল, কৃষ্ণ চন্দ্র দাস, মোস্তফা কামাল প্রমুখ৷
বক্তারা বলেন, কিছু অচেতন শিল্পপতির অসচেতনতার কারণে শিল্প কারখানার তরল বিষাক্ত বর্জ্য তুরাগ নদে ফেলে ধ্বংস করা হচ্ছে তুরাগ নদের জীববৈচিত্র্য ৷ এসব থেকে তুরাগ নদকে বাঁচাতে ওইসব কারখানার মালিক ও এলাকাবাসীকে সচেতন হতে হবে ৷
তুরাগ নদ বাঁচাতে সরকারকে কঠোর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা ৷
আপলোড: ২৬ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.১০ মিঃ