শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » কৃষি প্রণোদনার উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার
কৃষি প্রণোদনার উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার
গাইবান্ধা প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি) গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৪ হাজার ২৪০ জন কৃষককে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। ফুলছড়ি উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল শুক্রবার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা ২০১৮-২০১৯ অর্থ বছরের উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়। প্রণোদনার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ফুলছড়ি উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু ও উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান জানান, চলতি বছরে কৃষি প্রণোদনার আওতায় ৪৫৫ জন চাষীকে সরিষা বীজ, ৭৮৫ জন চাষীকে গম বীজ, ২৮৫০ জন চাষীকে ভুট্টা বীজ ও ১৫০ জন চাষীকে গ্রীষ্মকালীন মুগ বীজ সহ ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে।