শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না : ড. হরিশংকর জলদাশ
মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না : ড. হরিশংকর জলদাশ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি) রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ আস্থা অবিচল’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার ২০ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়েছে। সকাল ১০ টার দিকে’ এসো খুঁজে ফিরি সেই স্কুল বেলা ‘ শিরোনামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরফভাটা সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠানস্থলে আসেন শিক্ষার্থীরা। অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক আবদুর রউফ। পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র ডাক্তার আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও চট্টগ্রাম সিটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. হরিশংকর জলদাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শামসুদ্দীন শিশির,রাজনীতিক খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা। বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আহমদ সৈয়দ, পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দীন বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, উপজেলা আ.লীগ সহ সভাপতি আকতার কামাল চৌধুরী, সংগঠনের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর সেলিম, প্রাক্তন ছাত্রী ফরিদা বেগম, হাসিনা বেগম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ছাত্র জমির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে ড. হরিশংকর জলদাশ বলেন, “মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না। জীবনকে পরিনত করতে হলে সত্যের পথে এগুতে হবে। বই ও শিক্ষাকে সম্মান জানাতে না পারলে কখনো সফলকাম হওয়া যায়না। আগের দিনে কাঁচা ঘরে পাকা পড়ালেখা হতো আর এখন পাকা ঘরে কাঁচা লেখাপড়া হয়। সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান আস্থা অবিচল এলাকার সুশিক্ষার পথ দেখাবে ।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে র্যাফেল ড্র ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমাগম হয়।