শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গণজোয়ার থামানোর ক্ষমতা শ্রীপুরে নৌকার নেই - হান্নান শাহ
গণজোয়ার থামানোর ক্ষমতা শ্রীপুরে নৌকার নেই - হান্নান শাহ
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ মন্তব্য করেছেন, তারা যদি ভোট ডাকাতি-লুট না করতে পারে, তবে তারা কিছুতেই জিততে পারবে না ৷ যেই গণজোয়ারের সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার থামানোর ক্ষমতা নৌকার শ্রীপুরে ইনশাল্লাহ নেই ৷
তিনি বলেন, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মার্কা হলো ধানের শীষ ৷ মারামারি-কাটাকাটি তারা করুক, আমরা করব না৷ আমরা আচরণবিধি ভাঙ্গব না ৷ কারণ নিশ্চিত বিজয় আমাদের৷ নির্বাচনের দিন হলো অগি্নপরীক্ষা ৷ এ অগ্নি পরীক্ষায় আমাদেরকে জিততে হবে ৷
তিনি ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুর টেংরা সড়ক মোড় এলাকায় শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী মো: শহিদুল্লাহ শহিদের পক্ষে পথসভায় এসব কথা বলেন ৷
হান্নান শাহ বলেন, আমদের হাতে রক্তের দাগ নেই ৷ কেউ বলতে পারবেনা আমাদের প্রার্থী বা আমরা কোনভাবে অন্যায় কাজের সঙ্গে লিপ্ত৷ আপনারা যদি কাজ করেন ৷ ভোটারদের এনে ভোট দেওয়ান এবং ভোটকে রক্ষা করেন, কেউ যাতে ভোট ছিনতাই করে না নিয়ে যেতে পারে ৷ নেতাকর্মীরা সম্মিলতভাবে প্রচেষ্টা চালালে আগামী ৩০ ডিসেম্বরে বিজয় অবশ্যই ধানের শীষের হবে ৷ আমদের প্রার্থী ভাল, কর্মী ভাল, ভোটাররা ভোট দিতে চায়, সেটা আমরা দেখেছি উপজেলা নির্বাচনের সময় ৷ এখান থেকে আমরা ডাবল ভোট পেয়েছি৷ মো: মোতালেব জয়ী হয়েছিল ৷ তাকে জোর করে ফেল করানো হয়েছিল৷ সে জন্য আমরা সরকারকে নিন্দা জানাচ্ছি ৷ সেটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই৷ এবার আগে থেকে সাবধান৷ আমরা ভোট ডাকাতি করতে দেব না ৷
এ সময় মাওলানা এস এম রুহুল আমীন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা: রফিকুল ইসলাম বচ্চু, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, প্রার্থী শহিদুল্লাহ শহিদ, বিএনপি নেতা সিরাজ উদ্দিন কাঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন ৷