শনিবার ● ২৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » বরিশাল বিভাগ » শরীয়তপুরে সাংবাদিক রোমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবী
শরীয়তপুরে সাংবাদিক রোমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবী
শরীয়তপুরের তরুণ সাংবাদিক, দৈনিক আমাদের সময় ও বিবার্তা টোয়েন্টিফোর ডট নেটের শরীয়তপুর প্রতিনিধি মো. রোমান আকন্দের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানিয়েছেন, শরীয়তপুরের সুশীল সমাজ, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ ৷ তার মামলা প্রত্যাহার দাবী করেন, শরীয়তপুর সুশীল সমাজের সভাপতি ও সাপ্তাহিক শরীয়তপুর বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ),র শরীয়তপুর জেলা সভাপতি এ্যাড. মাসুদুর রহমান, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’র শরীয়তপুর জেলা সভাপতি হাজী মো. খবিরুজ্জামান বাচ্চু প্রমূখ৷ জানযায়, গত বৃহস্পতিবার কোর্ট এলাকার একটি হামলার ঘটনার তাকে আসামী করে এম.এ ওয়াদুদ মিয়া নামক এক ব্যক্তি ৷
এব্যাপারে ভূক্তভোগী মো. রোমান আকন্দ বলেন, গত ১৬ ডিসেম্বরের আগে বিজয় দিবস উপলক্ষ্যে আমার কাছ থেকে স্থানীয় বালুচরা পত্রিকায় বিজ্ঞাপন ছাপানোর নাম করে সম্পাদক পরিচয়ে এম.এ ওয়াদুদ মিয়া নামক এক ব্যাক্তি ৩ হাজার টাকা নেয়৷ কিন্তু সে তা না ছাপিয়ে উল্টো গত ১৮ ডিসেম্বর ডামুড্যায় সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা করায়৷ তাই গত ২৪ ডিসেম্বর শরীয়তপুর কোর্ট এলাকায় তাকে পেয়ে উক্ত কথা জিজ্ঞেস করলে তিনি ক্ষেপে যায় ৷ কিন্তু পরে তিনি আহতের ভাব করে আমাকে আসামী করে পালং থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করে৷ আমি পুলিশ প্রশাসন সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে এঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই ৷ (সংবাদ বিজ্ঞপ্তি)