সোমবার ● ২২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » আপনারা মামলা করুন, আমরা যা করার করবো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আপনারা মামলা করুন, আমরা যা করার করবো : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অনলাইন ডেস্ক :: (৭ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফর উপলক্ষ্যে আজ সোমবার ২২ অক্টোবর বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে, সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন অশালীন মন্তব্য করার প্রতিবাদে দেশের নারী সাংবাদিকরা কী ভূমিকা পালন করছেন, তা নিয়ে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে একটা মামলা নাই হতে পারে, আরও হতো মামলা হতে পারে। আপনারা মামলা করুন, আমরা যা করার করবো।’
সাংবাদিকদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি এমন একটা জঘন্য কথা বললেন একজন নারী সাংবাদিককে এবং প্রকাশ্যে, সারা বাংলাদেশ কেন, সারা বিশ্ব দেখেছে, কীভাবে তিনি একজন নারী সাংবাদিকের বিরুদ্ধে একথা বললেন। এখন কোর্ট যেখানে তাকে জামিন দিয়েছেন, সেখানে আমার কিছু বলার নেই। সেক্ষেত্রে আমি বলবো যে, আমাদের নারী সাংবাদিক যারা আছেন, তারাই বা কী করছেন? একজন (ব্যারিস্টার মইনুল হোসেন) নারীর বিরুদ্ধে বলেছেন, একটা মামলা নাই হতে পারে, আরও তো মামলা হতে পারে। এর প্রতিবাদও আপনার করতে পারেন। আপনারা প্রতিবাদ করুন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করার করবে।’
ব্যারিস্টার মইনুল হোসেনের আগাম জামিন পাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন একটা মামলা হয়, তখন ওয়েন্ট ইস্যু হয়। ওয়ারেন্ট ইস্যুর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।বিষয়টি যখন বিচার বিভাগের, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো গিয়ে হামলা করতে পারে না। এছাড়া তিনি সেখানে আগাম জামিন চেয়েছেন। কোর্ট তাকে আগাম জামিন দিয়েছেন। তাও পাঁচ মাসের।’ সূত্র : চ্যানেল টুয়েন্টিফোর