মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জেলা প্রশাসকের মতবিনিময়
বিশ্বনাথে জেলা প্রশাসকের মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.০৮মি) সিলেট জেলার নবাগত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, ভবিষৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করে সকলে মিলেই সমাজ ও দেশকে সুন্দর করে গড়তে হবে। প্রতিরোধ গড়ে তুলে সমাজ থেকে মাদক ও জঙ্গি-সন্ত্রাসবাদকে দূর করতে হবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। জনগুরুত্বের দিক বিবেচনা করে সকলে মিলে সিদ্ধান্ত গ্রহন করে সড়ক সংস্কার বা নির্মাণ করতে হবে। ভ‚য়া সনদে শিক্ষকতা-ডাক্তারী বা অন্য কোন পেশায় কেউ জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী, অবৈধ সিগারেট, ভেজাল খাদ্য সামগ্রী বিক্রেতা ও বাল্যবিবাহ আয়োজনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আরোও বলিষ্ঠ ভ‚মিকা রাখবে প্রশাসন।
তিনি আজ মঙ্গলবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে উন্নয়নমূলক কর্মকান্ডের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সভাশেষে প্রধান অতিথি উপজেলার স্থানীয় ভিক্ষুকদের হাতে তাদেরকে পুনর্বাসনের জন্য ছাগল’সহ বিভিন্ন পন্য সামগ্রী তুলে দিয়ে ‘উপজেলার ভিক্ষুক মুক্তকরণ’ কর্মসূচির উদ্বোধন করেন এবং ভ‚মিহীনদের মধ্যে খাস জমির পর্চা হস্তান্তর করেন। এরপূর্বে সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) কার্যালয় পরিদর্শন করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফাতেমা-তুজ-জোহরার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আলী, বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম মনোহর আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী শিপন, প্রচার সম্পাদক ফজল খান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (জেলা প্রশাসক কার্যালয়) মাহবুবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত চন্দ্র ধর, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ মেম্বার, দশঘর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ছাতির মেম্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার, সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মনোলাল রায়, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ ইয়াসিন আরাফাত, ইউআরসি ইন্সট্রাক্টর মুহাম্মদ আতিকুর রহমান, একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাস ভ‚ঁইয়া, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোবাশ্বির আহমদ সুমন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রোগ্রাম কর্মকর্তা আল-আমিন, ডিপিএইচই উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, সিলেট পল্লী বিদ্যুৎ-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ তজম্মুল আলী, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নান্টু মোহন চন্দ, সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোছাব্বের রহমান, ব্লাস্টের উপজেলা কো-অডিনেটর গীতা রাণী মোদক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, নবীব সুহেল, মিছবাহ উদ্দিন, বদরুল ইসলাম মহসিন ও মসাহিদ আলী প্রমুখ।