মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমকে পর্যটন সমৃদ্ধ করা হবে : বান্দরবান জেলা প্রশাসক
আলীকদমকে পর্যটন সমৃদ্ধ করা হবে : বান্দরবান জেলা প্রশাসক
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৫মি) আলীকদম উপজেলাকে পর্যটনে সমৃদ্ধ করা হবে। এজন্য সকল প্রকার ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশলীর বরাবরে বেশ কিছু প্রকল্প পাঠানো হয়েছে। এছাড়াও বিদেশী পর্যটকদেরকে সহজে যেন আসতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। আজ ২৩ অক্টোবর মঙ্গলবার আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে জঙ্গীবাদ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এসময় আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন আলীকদমের আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তবে এখনো মাঝে মধ্যে পাহাড়ে বাঙ্গালী ব্যবসায়ী অপহরণ ও খুন হচ্ছে। সেদিক থেকে প্রশাসনকে আরো জোরালো ভূমিকা রাখতে হবে। এছাড়াও বিদ্যুৎ সম্প্রসারণ, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা, পরিবেশের বারসাম্য রক্ষার বিষয়ে বক্তব্য রাখেন উপস্থিত বক্তারা।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, আলীকদম থানার আিফসার্স ইনচার্জ রফিক উল্লাহ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কারবারী, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।