বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংঙ্গু নদীতে পাথরের সাথে ধাক্কা খেয়ে নৌকাডুবি নিখোঁজ-১
সাংঙ্গু নদীতে পাথরের সাথে ধাক্কা খেয়ে নৌকাডুবি নিখোঁজ-১
বান্দরবান প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৪মি) বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকায় নৌকা ডুবিতে এক শ্রমিক নিখোঁজ রয়েছে। তার নাম নিজাম উদ্দিন (২৪)বলে জানাগেছে। আজ বুধবার ২৪ অক্টোবর সকালে রেমাক্রী থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বেশ কয়েকজন কাঠুরীয়া থানছি সদরে আসার সময় এ দূর্ঘটনা ঘটে।
থানচি উপজেলা সাঙ্গু নদীর বড়পাথর এলাকায় শ্রমিকবোঝাই নৌকাটি পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি উল্টে যায়। এ সময় অন্য শ্রমিকরা তীরে উঠতে পারলেও নিজাম উদ্দিন পাথরের নিচে অাটকে যান। নিউজ লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা জোর চেষ্টা চালাচ্ছে বলে জানান তিন্দু ইউনিয়ন চেয়ারম্যান মংপ্রু মারমা।
স্থানীয়রা বলেন নিখোঁজ নিজাম উদ্দিন কাঠ কাটার শ্রমিকদের রান্না বান্নার কাজ করতেন। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং এলাকার নুরুল হকের ছেলে।#