শুক্রবার ● ২৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুরমা নদীতে মাছ ধরা উন্মুক্ত করার দাবিতে জেলেদের মানববন্ধন
সুরমা নদীতে মাছ ধরা উন্মুক্ত করার দাবিতে জেলেদের মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৪মি) সিলেটের বিশ্বনাথে সুরমা নদীতে বাঁশ ফেলে মাছ ধরা থেকে অসহায় দরিদ্র জেলেদের বঞ্চিত ও নদী উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন জেলেরা। শুক্রবার (২৬অক্টোবর) বেলা ৩টায় উপজেলা গোলচন্দ বাজার এলাকায় সুরমা নদীতে এই মানববন্ধন করেন স্থানীয় মাহতাবপুর গ্রামের মৎস্যজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন- সুরমা নদীর সপ্তম খন্ড (আতাপুর ডহর থেকে মাধবপুর ডহর পর্যন্ত) এলাকায় অসহায় দরিদ্র মৎস্যজীবীরা বিভিন্ন জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু একটি প্রভাবশালী মহল তাদের ব্যক্তি স্বার্থে নদীতে কাঁটা-বাঁশ ফেলে রাখে মাছ ধরা থেকে এলাকার নিরীহ জেলেদের বঞ্চিত করার অপচেষ্ঠা চালাচ্ছে। এবিষয়ে মৎস্যজীবীদের পক্ষ থেকে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার লিখিত অভিযোগ প্রদান করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়নি। গত ২৪ অক্টোবর জেলেরা নদীতে মাছ ধরতে গেলে তাদের উপর হামলা করা হয়। এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন- নদী ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে যাওয়া মাহতাবপুর গ্রামের শতাধিক দরিদ্র পরিবারের জেলেরা নদীতে মাছ শিকার করতে না পারায় তারা আজ জীবিকা নির্বাহ করতে পারছেন না। তাই নদী থেকে বাঁশ-কাঁটা অপসারণ করে মাছ শিকার করতে জেলেদেরকে নদী উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান এবং ২৪ ঘন্টার মধ্যে যদি নদী থেকে বাঁশ-কাঁটা অপসারণ করে উন্মুক্ত করা না হয় অন্যতায় জেলেরা প্রভাবশালী মহলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা হবে বলেন।
মাহতাবপুর মৎস্যজীবী সমিতির সভাপতি শামছুল হক মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মুরব্বি হাজী আকরম আলী, মোস্তফা আহমদ, আমিনুর রহমান, বশির উদ্দিন।
মানববন্ধনে শফিউর রহমান, ইছমত আলী, আসক আলী, কয়েছ মিয়া, রুপা মিয়া, নওশাদ মিয়া, ফখর উদ্দিন, জয়নাল মিয়া, আখলাক মিয়া, ইদ্রিস আলী, মতিউর রহমান, ময়নুল হক, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, সোনা মজিদ, কদ্দুছ মিয়া, আলী আহমদ প্রমুখ সহ মাহতাবপুর গ্রামের শতাধিক জেলে উপস্থিত ছিলেন।