রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » আলীকদমে মা,শিশু স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ক সভা
আলীকদমে মা,শিশু স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন বিষয়ক সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হল উপজেলা অ্যাডভোকেসি সভা৷ পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভালপম্যান্ট (পিএইচডি)’র বাস্তবায়নে ২৭ডিসেম্বর রবিবার সকাল ১০টায় আলীকদম উপজেলা পরিষদের সম্মলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়৷
আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) ছৈয়দ জসিম এবং উপজেলার চার ইউনিয়নের সচিবগন প্রমূখ৷
পিএইচডি’র উপজেলা কো-অর্ডিনেটর রাহুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ এর অংশ হিসেবে দেশের প্রত্যেকটি সেক্টরকে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন করার ধারাবাহিকতায় শুণ্য থেকে পাঁচ বছরের নিচে সকল শিশু ও সকল গর্ভবর্তী মা’দেরকে অন-লাইনে ডাটা বেইজের আওতায় আনা হয়েছে ৷ যার ফলে শিশুকে সময়মত টিকাদান এবং গর্ববতী মহিলাদেরকে সময় মত চেক-আপ করানো হচ্ছে ৷ ডাটা বেইজ এন্ট্রির ফলে যে মা ও শিশুরা অজ্ঞতা বসতঃ সেবা বঞ্চিত হচ্ছে তাদেরকে ট্র্যেকিং এর মাধ্যমে যথাসময়ে সেবা দান করা হচ্ছে ৷