শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » এধরনের মানুষ আর এদেশে জন্মাবে বলে আমার মনে হয় না : বাণিজ্যমন্ত্রী
এধরনের মানুষ আর এদেশে জন্মাবে বলে আমার মনে হয় না : বাণিজ্যমন্ত্রী
সিলেট প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৮মি) সিলেট-১আসন বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংসদীয় আসন। আসন্ন সংসদ নির্বাচনে গুরুত্বপুর্ন এই আসনে কে হচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামীলীগের কাণ্ডারী তা নিয়ে চলছে দীর্ঘদিন ধরে আলোচনা। কখনো আলোচনায় অর্থমন্ত্রী আবার কখনো অর্থমন্ত্রীর ভাই বা স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় সংসদের শেষ অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন, এটাই আমার জাতীয় সংসদে শেষ অধিবেশন। আর এ ঘোষনা থেকে এটা পরিস্কার হয়ে যায় যে, অর্থমন্ত্রী আর নিরাচন করবেন না। তবে সিলেটে বানিজ্যমন্ত্রীর বক্তব্যে নতুন করে সিলেট-১ আসন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সিলেট-১ আসনে বর্তমান সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বেশকিছুদিন ধরে তিনি নির্বাচন করতে অনিচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত তাকেই সিলেট-১ আসনে নির্বাচন করাবে আওয়ামী লীগ। আর বানিজ্যমন্ত্রীর বক্তব্যে সে কথারই ইঙ্গিত পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সিলেটের শাহী ঈদগাহ মাঠে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ এমন ইঙ্গিত দিয়ে বলেন- সিলেট-১ আসন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। এই আসনে যে দল জয়লাভ করে সে দলই সরকার গঠন করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যাকে এ আসনে প্রার্থী করবেন আমার অনুরোধ তাকে আপনারা বিজয়ী করবেন। আর, যেহেতু আওয়ামী লীগের একজন বড় নেতা, সিলেটের কৃতি সন্তান আবুল মাল আব্দুল মুহিত এখানে আছেন আমার বিশ্বাস আপনারা তাকে কাছে টেনে নেবেন এবং তার সাথে থাকবেন। তিনি আরো বলেন- এধরনের মানুষ আর এদেশে জন্মাবে বলে আমার মনে হয় না।
মেলার উদ্বোধন শেষে সভাস্থল ত্যাগ করার সময় সাংবাদিকরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সিলেট-১ আসনের ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন- শেখ হাসিনা যা চাইবেন তাই হবে। এসময় তোফায়েল আহমদও একই উত্তর দেন।