শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গুনীজন » চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণসভা অনুষ্ঠিত
চট্টগ্রামে মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণসভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি) ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা ও প্রখ্যাত সাংবাদিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৬৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল আজ শনিবার ২৭ অক্টোবর চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ ৫ম তলায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী পরাধীন ভারতে বাঙালিদের সাংবাদিকতায় উদ্বুদ্ধ করেছিলেন। তিনি রাজনীতি, সাংবাদিকতা ও লেখনির মাধ্যমে মানুষকে জাগ্রত করেছিলেন। স্বাধীনতার পক্ষে বাঙালি তরুণদের উদ্বুদ্ধ করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ছিল অবিরত। সংবাদপত্রের স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজয়’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে রুবেল বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক ভারতবর্ষ। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে দলমতের উর্ধ্বে উঠে এক হয়ে কাজ করি।
উল্লেখ্য, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী কদম মোবারক মুসলিম এতিমখানা, কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয় ও বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন-একাধারে সাংবাদিক, সাহিত্যিক, সমাজ সংস্কারক, ইতিহাসের কালোজয়ী মহাপুরুষ, শিক্ষাবিদ, নাগরিক নন্দিত মনিষী ও এদেশে বাংলায় প্রকাশিত দৈনিক পত্রিকার প্রথম মুসলমান সম্পাদক।
স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সন্দ্বীপ ডট কম সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এসময় অনলাইন দৈনিক দেশবার্তা সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আবু ছালেহ’র সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন- অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, দৈনিক গিরিদর্পণের সাংবাদিক সিআর বিধান বড়ুয়া, অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হোসেন মিন্টু, মাসিক চকবাজার সম্পাদক এস. ডি জীবন, অনলাইন প্রেস ক্লাবের সদস্য শাহীন সোহেল, শিপক কুমার নন্দী, অনলাইন সিটিজি ক্রাইম টিভির বার্তা সম্পাদক নেজাম উদ্দিন, সাপ্তাহিক প্রাণের চট্টগ্রাম সম্পাদক কামাল হোসেন ও ব্যাংকার রবিউল হোসেন টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।