শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডিবি’র অভিযানে ৪২ দিন পর নিখোঁজ দুই কিশোরী উদ্ধার
ডিবি’র অভিযানে ৪২ দিন পর নিখোঁজ দুই কিশোরী উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৩মি) ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪২ দিন পর সরকারী শিশু পরিবার (আশ্রয় কেন্দ্র) থেকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করেছে। পৃথক অভিযানে জেলা সদরের গোষ্টা চরপাড়া থেকে আট জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি।
গতকাল শুক্রবার (২৬ অক্টোবর) চরবড়বিলার সাকিলা ও দেওখলার আর্জিনা আক্তার নামের দুই কিশোরীকে উদ্ধার করা হয়। এছাড়াও জুয়াড়ি-হারুন অর রশিদ, হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জুরল মিয়া, বুলু মিয়া, সরাফ উদ্দিন, হাসেন আলী ও আঃ রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধারকৃত দুই কিশোরীকে তাদের অভিভাবকদের হাতে এবং জুয়াড়িদেরকে আদালতে প্রেরণ করা হয়।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, শহরের সরকারী শিশু পরিবার (আশ্রয় কেন্দ্র) থেকে দুই কিশোরী সাকিলা ও আর্জিনা আক্তার গত ১৩ সেপ্টেম্বর নিখোঁজ হয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ তদন্তসহ দুই কিশোরীকে উদ্ধারে তৎপরতা চালায়।
ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির সিআইএসি টিম শিশু পরিবার কর্তৃপক্ষের সহায়তায় ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে পুলিশ ঐ দুই কিশোরীকে শহরের সানকিপাড়ার সামছুল আলম ওরফে খোকার বাসা থেকে উদ্ধার করে। উদ্ধারকতৃ কিশোরীদ্বয় পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ‘তারা পরীক্ষায় রেজাল্ট ভাল না হওয়ায় পরীক্ষার চাপে স্কুলে না এসে স্বেচ্ছায় পালিয়ে যায় এবং ওই বাসায় কাজ নেয়।’
পরে উদ্ধারকতৃ কিশোরীদ্বয়কে শিশু পরিবার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে ডিবি পুলিশ জেলা সদরের গোষ্টা চরপাড়া থেকে আট জুয়াড়ি হারুন অর রশিদ, হেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, জুরল মিয়া, বুলু মিয়া, সরাফ উদ্দিন, হাসেন আলী ও আঃ রহমানকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করা হয়। আজ শনিবার গ্রেফতারকৃত জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে আরও জানান তিনি।