শিরোনাম:
●   কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত ●   ঈশ্বরগঞ্জে ৪০ বছর পর শ্মশানের জায়গা বুঝিয়ে দিল প্রশাসন ●   নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার ●   কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি ●   চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা ●   খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ●   বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ ●   খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ●   মাটিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত ●   অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু ●   ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক ●   রাঙমাটি জেলা পরিষদে থেকে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন ●   ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ●   নবীগঞ্জে মোবাইল চুরির হিড়িক ●   বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিক কারখানায় জনবল সংকট ●   সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল ●   মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী ●   বাংলাদেশের সকল সম্প্রদায়ের সাথে আমাদের সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা ●   বিনা প্রয়োজনে রেললাইন স্টেশন স্থাপনে অর্থ লুটপাট : রেল উপদেষ্টা ●   ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব ●   গাজীপুরে ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ●   ঘোড়াঘাটে কারাবরণকৃত নেতাকর্মীদের সাথে বিএনপির মতবিনিময় ●   নবীগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ●   নতুন নির্বাচন কমিশন নাসির উদ্দীন ●   আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে দন্ত চিকিৎসকের ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ রোগী ●   যমুনা রেলওয়ে সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে : নির্মাণে ৫০ কোটি টাকা সাশ্রয় ●   ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ●   মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন ●   চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণকে কষ্ট দিয়ে সংবিধান অমান্য করা হচ্ছে : চট্টগ্রামের ঐক্যফ্রন্টের জনসভায় ড. কামাল হোসেন
প্রথম পাতা » চট্টগ্রাম » জনগণকে কষ্ট দিয়ে সংবিধান অমান্য করা হচ্ছে : চট্টগ্রামের ঐক্যফ্রন্টের জনসভায় ড. কামাল হোসেন
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণকে কষ্ট দিয়ে সংবিধান অমান্য করা হচ্ছে : চট্টগ্রামের ঐক্যফ্রন্টের জনসভায় ড. কামাল হোসেন

---অনলাইন ডেস্ক :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৩মি) সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সরকারের কঠোর সমালোচনা করে তারা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংসদ ভেঙে দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আর ২০১৪ সাল থেকে সরকার যত সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে, সব ঘটনার জন্যই তাদের জবাবদিহি করতে ও শাস্তি পেতে হবে। সাত দফার পক্ষে সিলেট ও চট্টগ্রামের জনগণ রায় দিয়েছে। এ রায় উপেক্ষা করলে আপনারা এমন শাস্তি পাবেন, তা কল্পনাও করতে পারবেন না।

শনিবার বিকেলে চট্টগ্রামের সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতারা এসব কথা বলেন। নগরীর কাজীর দেউরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে প্রতি ঘণ্টার জন্য সরকারকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন বলেন, জনগণই হচ্ছে দেশের প্রকৃত মালিক। সরকার হচ্ছে সেবক। আজ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা করতে দেওয়া হয়নি। এ জন্য মানুষের এ কষ্ট হচ্ছে। লালদীঘি ময়দান কেন দেওয়া হয়নি- এটার জবাব দিতে হবে। এটা কারও বাপ-দাদার সম্পত্তি নয়। জনগণ এটার মালিক। জনগণকে কষ্ট দিয়ে সংবিধান অমান্য করা হচ্ছে। এজন্য সরকারের কাছে কৈফিয়ত চাওয়া হবে। শাস্তি দেওয়া হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা মেনে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জনরায় উপেক্ষা করলে সরকার যে শাস্তি পাবে তা তারা কল্পনা করতে পারবে না।

বক্তব্যের একেবারে শেষে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি চান তিনি। ড. কামাল হোসেন আরও বলেন, ‘২০১৪ সালে নির্বাচনকালে বলা হয়েছে, সংকট কাটাতে সে নির্বাচন করা হয়েছে। কিন্তু এরপর পাঁচ বছর কাটিয়ে দেওয়া হয়েছে। সংবিধানের দৃষ্টিতে এটা গুরুতর অপরাধ। যারা অপরাধ করেন, তারা ভাবেন অপরাধ করে পার পেয়ে গেছি; কিন্তু এবার পার পাওয়া যাবে না।’

লালদীঘি মাঠে সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ড. কামাল হোসেন সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে বলেন, হাত তুলে বলুন, আমরাই দেশের মালিক। নেতাকর্মীরা হাত তুলে তার এ কথার প্রতি সমর্থন জানান। এর পর তিনি বলেন, ‘দেখে যান, দেশের মালিক জনগণ রুখে দাঁড়িয়েছে।’ সমাবেশে মানুষ যে কষ্ট পাচ্ছে তার একটি ছবি নেতাদের কাছে চান এ সংবিধানপ্রণেতা। এ ছবি দেখিয়ে আদালতে মামলা করা হবে বলে উল্লেখ করেন তিনি।
---
প্রধান বক্তার বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। অনেক মামলা হয়েছে। অনেক ভৌতিক মামলাও দেওয়া হয়েছে। ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। মামলা দিয়ে লাভ হবে না। অন্যায়ের কাছে পরাজিত হবো না। নেত্রী জনগণকে নিয়ে স্বৈরাচার সরকারকে হটাতে বলেছেন। স্বৈরাচার সরকারকে হটিয়েই আমরা ঘরে ফিরব।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। জনগণ যাকে ভোট দেয় মেনে নেব; কিন্তু আপনারা জানেন, আপনাদের ভাঙা নৌকায় জনগণ আর উঠবে না। কোনোদিন কোনো স্বৈরাচারী সরকার অস্ত্র ও গায়ের জোরে টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও টিকে থাকতে পাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

সরকার সব সময় নাশকতার কথা বললেও সরকারই নাশকতা সৃষ্টি করে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ও সরকার জনগণকে ভয় পায়। এজন্য ২৫ শর্ত জুড়ে দিয়ে সমাবেশ করতে নূর আহমদ সড়কের অর্ধেক রাস্তা দিয়েছে। লালদীঘি মাঠ দেওয়া হয়নি। অধিকার ফিরে পেতে মানুষ লড়াই করছে।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘সোজা আঙুলে ঘি উঠবে না। দাবি আদায়ে সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে। তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেওয়া না হলে বুঝতে হবে, সরকার সুষ্ঠু নির্বাচন চায় না।’

সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ঘোষণা দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ঐক্যের পথে বিভ্রান্তি ছড়াবে। আমরা অনেকগুলো দল এক হয়েছি। আমাদের লক্ষ্য একটাই- সরকারের পতন। তারা হঠাৎ তফসিল ঘোষণা করতে পারে। আমরা লড়াই করব এবং ভোটে জিতব। ভোটকেন্দ্রে, ভোটের মাঠে, রাজপথে ঐক্যবদ্ধ থাকব। জয় আমাদের হবেই। তিনি বলেন, গদি না ছাড়লে কীভাবে ছাড়াতে হয় সেটা আমাদের জানা আছে।

আমরা কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছি, আমাদের দাবি মানতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে। এ সময়ের মধ্যে দেশের সব বুদ্ধিজীবী ঐক্যফ্রন্টে যোগ দেবেন। বামপন্থি, আওয়ামীপন্থি সব বুদ্ধিজীবী আসবেন। শুধু ১০ দিন অপেক্ষা করুন, দেখুন কী হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ একটি অসহিষ্ণু ও স্বৈরাচারী রাজনৈতিক দল। তাদের স্বৈরাচারীর কারণে ভোটের অধিকার হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি, গণমাধ্যমের স্বাধীনতা হারিয়েছি। এ সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো জাতীয় ঐক্য। এ ঐক্যেই সরকারের পতন হবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ যা করেনি আপনারা তাই করেছেন। কিন্তু আওয়ামী লীগের বিদায়ের সময় হয়ে গেছে। জনগণের বিপক্ষে গেলে একদিন জনগণের আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।’

সরকার দেশে বাকশাল কায়েম করতে চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, লক্ষাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সমাবেশের মঞ্চে ও মঞ্চের সামনে এমন কেউ নেই যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি; কিন্তু জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। জনতার বাঁধ ভাঙা ঢেউ থেকে রক্ষা পাবেন না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘দাবি আদায়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।’

কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ২০ দলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে রয়েছে বলে সমাবেশে ঘোষণা দেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে যেভাবে একদলীয় নির্বাচন অতীতে করা হয়েছে, এ ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে আর করতে দেওয়া হবে না।

বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের সদস্য সচিব মোস্তফা আমিন, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মো. নাছির উদ্দীন, তানিয়া রব, বিএনপির উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, ড. সুকোমল বডুয়া, বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, জেএসডির কেন্দ্রীয় নেতা জহির উদ্দীন, খায়রুল কবির খোকন প্রমুখ।
---
এদিকে ঐক্যফ্রন্টের সমাবেশে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হলেও নেতাকর্মীদের মধ্যে ছিল নির্বাচনী আমেজ। বিভিন্ন নেতার নামে ‘এমপি হিসেবে দেখতে চাই’ লেখা সংবলিত ব্যানার ঝুলতে দেখা গেছে। খালেদা জিয়াসহ কারাগারে বন্দি বেশ ক’জন নেতার মুক্তির দাবি সংবলিত প্ল্যাকার্ডও বহন করেন কর্মীরা। সড়কের একপাশে জনসভার অনুমতি দেওয়া হলেও অন্যপাশে সীমিত আকারে গাড়ি চলাচল করেছে। মানুষের উপচেপড়া ভিড়ের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল।

পুলিশের দেওয়া শর্ত অনুযায়ী বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করে জাতীয় ঐক্যফ্রন্ট। এ কর্মসূচি ঘিরে ছিল পুলিশের কড়া পাহারা। পুলিশ মোতায়েন ছিল নগরের বিভিন্ন স্থানেও। পাশাপাশি সাদা পোশাক ও গোয়েন্দা পুলিশ ছিল তৎপর। বিভিন্ন পয়েন্টে লোকজনকে তল্লাশি চালাতেও দেখা গেছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আবদুর রউফ সমকালকে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সে জন্য জনসভার আশপাশ ঘিরে প্রায় আড়াইশ’ পুলিশ মোতায়েন ছিল। তবে শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শনিবার সকালে চট্টগ্রামে পৌঁছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। নগরের জেল রোডে আমানত শাহ মাজার জিয়ারত করেন তারা। সুত্র : সমকাল





চট্টগ্রাম এর আরও খবর

নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার নগদ টাকা ও স্বর্ণালংকার সহ আত্মসাৎকারী নিউটন গ্রেফতার
চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট  শীর্ষক কর্মশালা চুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট এন্ড ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা
বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ-২০২৪ শুরু
ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন ঈশান তালুকদার মহামুনি বৌদ্ধ বিহারে গুরু আচারিয পূজা ও সংঘদান অনুষ্ঠান সম্পন্ন
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল
মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী মিরসরাইয়ে শান্তিনীড় বৃত্তি পেলো ১১৫ জন শিক্ষার্থী
মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন মিরসরাইয়ে বিশ্ব শিশু দিবস উদযাপন
চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চুয়েটে রিসার্চ বেজড টিচিং-লার্নিং ফর ইঞ্জিনিয়ারিং এডুকেশন ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ রাউজানে যে হাটে বিক্রি হয় মানুষ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)