রবিবার ● ২৮ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত : পশ্চিমবঙ্গে সতর্কতা জারি
শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত : পশ্চিমবঙ্গে সতর্কতা জারি
অনলাইন ডেস্ক :: (১৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৮.০৮মি) দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি ওডিশা হয়ে বাংলার দিকে ক্রমশ সরে আসবে। তার প্রভাবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টি উপকূলের জেলাগুলিকে বেশী ভোগাতে পারে বলে জানাচ্ছে আবহবিজ্ঞানীরা। এর জেরে হেমন্তের সকালের গা শিরশিরানি ভাব কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কমবে।
অন্যদিকে, সকালের এই শীত শীত ভাবকেও ব্যখ্যা দিচ্ছেন আবহবিজ্ঞানীরা। তাঁরা জানাচ্ছেন, মূলত ঋতু গ্রীষ্ম, বর্ষা ও শীত। এক ঋতু থেকে অন্য ঋতুতে পরিবর্তনের ফাঁকে হাজির হয় শরৎ, হেমন্ত, বসন্ত। দুই ঋতুর মাঝে আসায় অনেক সময় এই ঋতুগুলির চরিত্র মালুম হয় অনেক সময় তা হয় না।
- Advertisement -
এবার যেমন বর্ষার কেটেছে শুকনো শুকনো। পরে ঘূর্ণিঝড় তিতলির জেরে আকাশ ভরেছিল বর্ষার নিম্বাস মেঘে। আবার তিতলি বিদায় নিতেই পূজোর আকাশে শরতের মেঘের আনাগোনা। শরতের ফুরোনোর পর হেমন্ত এসেছে। তাই এটা উপভোগ করতে বলছে হাওয়া অফিস।
অন্যদিকে, মধ্য-পশ্চিম ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র সৃষ্ট হওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী ২৯ ও ৩০শে অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলবর্তী সমুদ্রে এবং উত্তর ও মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হচ্ছে। মৎস্যজীবীদের ২৮শে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে। সূত্র: কলকাতা ২৪X৭