সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » খালেদা জিয়ার মামলার রায় প্রত্যাখান করে রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ
খালেদা জিয়ার মামলার রায় প্রত্যাখান করে রাঙামাটিতে জেলা ছাত্রদলের বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার :: (১৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২১মি) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রত্যাখান করে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরের নেতৃত্বে তাৎক্ষনিক মিছিল সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল। আজ সোমবার দুপুরে রায় ঘোষনার পরপরই বৃষ্টি উপেক্ষা করে কাঠাতলীস্থ দলীয় র্কাযালয় প্রঙ্গন হতে বিক্ষোভ মিছিল করে পৌরসভার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির।
জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির বক্তব্যে বলেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এবং আসন্ন নির্বাচণে তিনি অংশগ্রহণ করতে না পারেন, তার জন্যই একটি সাজানো মামলায় সম্পূর্ণ বেআইনিভাবে কোন সাক্ষ্যপ্রমাণ ছাড়াই তাকে এ সাজা প্রদান করা হয়েছে। এ ফরমায়েশি রায় ছাত্র সমাজ মেনে নেয় নি। এই অন্যায়ের জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুশিয়ার করেন।
এসময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান রেজা, যুগ্ম সম্পাদক মো. ফজলুল ইসলাম, মো. অলী আহাদ, ছাত্রনেতা আব্দুর রহিম, মো. সালাম, মো. জাবেদ ইকবাল, সদর থানা ছাত্রদলের সি:যুগ্ম সম্পাদক মো. সাহজাদা, কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. সুমন প্রমুখ উপস্থিত ছিলেন ।