![ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/344-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ৩০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় জামায়াতের আমীরসহ আটক-৪
গাইবান্ধায় জামায়াতের আমীরসহ আটক-৪
গাইবান্ধা প্রতিনিধি ::(১৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৬মি) গাইবান্ধায় ডিবি পুলিশের একটি টিম আজ মঙ্গলবার বেলা ১২ টার সময় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় এবং ওসি ডিবি মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে একাধিক নাশকতা মামলার আসামী পলাশবাড়ী উপজেলার জামায়াতের নায়েবে আমীরসহ ৪জনকে আটক করে। আটক কৃতরা হলেন : আব্দুল মজিদ আকন্দ (৫৫) পিতা মৃত আব্বাস আলী সাং নান্দিশহর, শাহ আলম (৫৫) পিতা আব্বাস আলী সাং মহেশপুর, সেকেন্দার মন্ডল (৫৬)পিতা মৃত আজগর আলী সাং মহেশপুর ও জহুরুল ইসলাম (৩২) পিতা মৃত আবু তালেব সর্বথানা পলাশবাড়ী জেলা গাইবান্ধা।
ওসি ডিবি মজিবুর রহমান পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক নাশকতা মামলার আসামী পলাশবাড়ী উপজেলার জামায়াতের নায়েবে আমীরসহ ৪জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।