বুধবার ● ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » রাঙামাটিতে ৬৩তম পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন
রাঙামাটিতে ৬৩তম পবিত্র খোশরোজ শরীফ সম্পন্ন
মোহন :: হযরত ছৈয়দ মো. আমীর উদ্দিন শাহ ছাহেব হুজুর কেব্লা (জামিরজুরী দরবার শরীফ, দোহাজারী, চন্দনাইশ, চট্টগ্রাম)-এর ৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ, গত ২৯ অক্টোবর সোমবার রাঙামাটি শহরের কলেজ গেইট আমানতবাগ দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষ্যে দিন ও রাত ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, খতমে কোরআন, ওয়াছ মাহফিল, ছেমা মাহফিল, শেষে আখেরী মোনাজাত ও তবারুক বিতরন।
প্রতি বছরের ন্যায় পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রত্যন্তাঞ্চল থেকে হাজারো ভক্তগণ যানবাহন যোগে দরবার শরীফে সমবেত হয়।
এছাড়া আগত ভক্তরা হুজুর কেব্লা হযরত ছৈয়দ মো. আমীর উদ্দিন শাহ ছাহেবের সাথে সাক্ষাত করে দোয়া কামনা করেন। ভক্তরা নিজ নিজ মনোবাসনা পূরণের জন্য অশ্রুসিগ্ধ নয়নে আল্লাহর কাছে প্রার্থনা করেন। এদিকে পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ব্যাপক আলোকসজ্জা লক্ষ্য করা হয়। পবিত্র খোশরোজ শরীফে পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সাধারণ সম্পদক মো. আবদুল শুক্কুর জানান, প্রশাসনসহ সকালের সহযোগীতায় থাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে সকল কর্মসূচি শেষে রাত ২ঘটিকায় সময় দেশ এবং জাতির সূখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সভাপতি ও জামিরজুরী দরবার শরীফের খাদেম মো. ইয়াকুব আলী। মোনাজাত শেষে সকালের মাঝে তবারুক বিতরণ করা হয়।