বুধবার ● ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » সরকার দলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা
সরকার দলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা
গাইবান্ধা প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি)‘দলিতদের প্রতি সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক বঞ্চনার অবসান চাই’ শ্লোগানে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে আজ বুধবার জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক দলিত সমাবেশ গাইবান্ধায় অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডিইআরএম, গাইবান্ধা জেলার সভাপতি দীলিপ বাসফোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। এসময় সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, বিডিইআরএম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভীম পাল্রী ডেভিড রাজু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, জেলা বিডিইআরএম এর সাধারণ সম্পাদক খিলন রবিদাস, দলিত নেতা সন্তোষ বাশফোর, প্রিয়াংকা চৌহান, শেফালি দেবনাথ, সুনিল রবিদাস, সোহাগ রবিদাস, মোহন রবিদাস, সন্তোষ রবিদাস ও মিলন রবিদাস প্রমুখ।
জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা বলেন, সরকার ও প্রশাসন সব সময় দলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। তারা যেন মুল জনগোষ্ঠীর সাথে এক সাথে চলতে পারে সে জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। কাউকে পিছিয়ে রাখা হবে না।