রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে খেলাফত মজলিসের মহাসমাবেশ
বিশ্বনাথে খেলাফত মজলিসের মহাসমাবেশ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে খেলাফত মজলিসের বিকল্প নেই ৷ তাই খেলাফত মসলিস প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন ৷ তিনি বলেন, খেলাফত মজলিস সার্বজনিন সংগঠনের নাম ৷ এটি কোন গোষ্ঠির নাম নয় ৷ এই সংগঠন বাংলাদেশের সকল মানুষের সার্বজনিন দ্বীনি সংগঠন ৷ আমরা রক্তাক্ত ও সন্ত্রাস মুক্ত রাজনীতির অবসান চাই ৷ আমরা জনগণের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ৷ একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ৷ রোববার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খেলাফত মজলিসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে খেলাফত মজলিস আয়োজিত মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদূদ, জেলা খেলাফত মজলিস নেতা তাহের আব্দুল্লাহ, নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক ফয়সল তালুকদার ৷
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি আবদুল মতিন, হাফিজ শরিফউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা কামরুলউদ্দিন, বিশ্বনাথ নতুনবাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, খেলাফত মজলিস নেতা আব্দুর রহীম, ইকবাল হোসেন, মাওলানা শামিম আহমদ৷ সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা খেলাফত মজলিসের অফিস ও পাঠাগার সম্পাদক হাফিজ রফিক আহমদ ৷