শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৮৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৮ হাজার ৩৪১টি : উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষা
চুয়েটে ৮৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৮ হাজার ৩৪১টি : উৎসব মুখর পরিবেশে ভর্তি পরীক্ষা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৫মি) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বিভিন্ন বিভাগে স্নাতক কোর্সে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যাক পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে প্রবেশ পথে স্বাগত জানানিয়ে চুয়েট ছাত্রলীগ মিছিল বের করে। দেখাগেছে চুয়েট ছাত্রলীগের ছাত্ররা ভর্তি পরিক্ষায় অাগাত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ব্যাপক সহযোগিতা করতে দেখাযায়, এসময় অতিরিক্ত মানুষের চাপে ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা দীর্ঘ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েন। রাউজান চট্টগ্রামের কাপ্তাই-সড়ক জুড়ে প্রায় কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। মেধানুযায়ী ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানাগেছে ৩ নভেম্বর, ফলাফল পাওয়া যাবে চুয়েটের ওয়েবসাইট www.cuet.ac.bd প্রকাশ করা হবে।
চুয়েট ক্যাম্পাসের বিভিন্ন হল পরিদর্শন করেন, প্রফেসর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
এসময় দেখাযায় ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরা গীটারের সাথে গান বাজিয়ে ক্যাম্পাসের পরিবেশকে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ভর্তির জন্য নির্ধারিত ৮৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৮ হাজার ৩৪১টি। চুয়েটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও মুক্তহস্ত অংকন দুই পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ‘ক’ এবং ‘খ’ উভয় গ্রুপের পরীক্ষার্থীদের নিয়ে সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘খ’ গ্রুপের পরীক্ষার্থীদের নিয়ে বিকাল ২.৩০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত ২ ঘণ্টা মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হয়।