শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ের উন্নয়নে কাজ করছে সরকার : পার্থ ত্রিপুরা
পাহাড়ের উন্নয়নে কাজ করছে সরকার : পার্থ ত্রিপুরা
পানছড়ি প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩১মি) পাহাড়ে সরকার ব্যপক উন্নয়ন করছে কিন্তু একটি বিষেশ মহল সেই উন্নয়নকে বাঁধা প্রদান করছে, তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে ত্রিপুরা জন গোষ্টির সবাইকে ঐক্যবন্ধভাবে বাঁধা প্রদানকারীদের প্রতিহত করে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত করতে হবে। আজ শুক্রবার দুপুর ১২টায় মাটিরাঙ্গা উপজেলার তৈলাফাং এ ত্রিপুরা স্টোডেন্ট ফোরাম তবলছড়ি আঞ্চলিক শাখার ৪র্থ কাউন্সিল উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল এসকল কথা বলেন।
তবলছড়ি‘র তৈলাফাং সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে ত্রিপুরা স্টোডেন্ট ফোরাম তবলছড়ি আঞ্চলিক কমিটি কতৃক আয়োজিত সামেবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরণ জয় ত্রিপুরা, ৫নং ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ৪নং পেয়ারাছড়া ইউপি চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা ও ত্রিপুরা স্টোডেন্টে ফোরামের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ ত্রিপুরা প্রমূখ।
পাহাড়বাসীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে পার্থ ত্রিপুরা জুয়েল আরো বলেন, বর্তমান সরকারের আমলে পাহাড়ে ব্যপক উন্নয়ন হচ্ছে কিন্তু একটি মহল উন্নয়নকে ব্যহত করতে পদেপদে বাঁধা প্রদান করছে, তারপরও সকল বাঁধা অতিক্রম করে উন্নয়ন কাজ অব্যাহত আছে, এই দ্বারা অব্যাহত রাখতে শান্তিকামী ত্রিপুরা জনগোষ্টিকে ঐক্যবন্ধভাবে স্বার্থনিশি মহলকে প্রতিহত করতে হবে এবং আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবন্ধভাবে নৌকা মার্কায় ভোট দিতে হবে।