মঙ্গলবার ● ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ন্যাশনাল ডিফেন্স ফোর্স এর প্রশিক্ষণার্থীগণের সাথে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের ব্রিফিং সেশন অনুষ্ঠিত
রাঙামাটিতে ন্যাশনাল ডিফেন্স ফোর্স এর প্রশিক্ষণার্থীগণের সাথে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের ব্রিফিং সেশন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :: (২২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) আজ ৬ নভেম্বর সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০১৮ এ অংশগ্রহণকারী প্রশিক্ষণাথীগণ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজিত এক ব্রিফিং সেশন এর অংশগ্রহণ করেন।
ব্রিফিং সেকশন এর সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
ব্রিফিং সেশনে শুরুতে ন্যাশনাল ডিফেন্স কোর্স এ ফেকালটি মেম্বার রিয়াল এডমিরাল আনোয়ারুল ইসলাম এবং মেজর জেনারেল মো. রাসেদ আমিন, এনডিসি, পিএসসি, , সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, ন্যাশনাল ডিফেন্স কলেজ - কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয়া হয়। এরপর বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেটেশনের মাধ্যমে উপস্থাপনা করেন বোর্ডের সদস্য-পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নির্মিত ডকুমেন্টারীটি প্রদর্শন করা হয়।
প্রশ্ন-উত্তর পর্বের প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে উত্থাপিত সকল প্রশ্নে উত্তর দেন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
ন্যাশনাল ডিফেন্স কোর্স- ২০১৮ এ অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ১৪ জন ব্রিগেডিয়ার জেনারেল পদবীর কর্মকর্তা, ৩ জন গ্রুপ ক্যাপ্টেন, ১ জন অতিরিক্ত সচিব, ৫ জন যুগ্ম সচিব ও ১১ জন বন্ধু প্রতীম দেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্রিফিং সেশনটি পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-অর্থ শাহীনুল ইসলাম। ব্রিফিং সেশনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষসহ সার্বক্ষণিক সদস্যবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ন্যাশনাল ডিফেন্স কোর্স উভয় পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার আদান প্রদান করা হয়।