![পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের শুভেচ্ছা জানালো মিরসরাই থানা](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/4387-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
মঙ্গলবার ● ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » শ্রমিকের দাবির মুখে সুপার ভাইজার বরখাস্ত
শ্রমিকের দাবির মুখে সুপার ভাইজার বরখাস্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১১মি.) গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে অবস্থিত জালো নিটিং এর শ্রমিকদের দাবির মুখে সুপার ভাইজার মারুফকে বরখাস্ত করা হয়েছে।
আজ ৬ নভেম্বর মঙ্গলবার কারখানার অপারেটর আমিনুলকে মারধরের ঘটনায় বরখাস্তের ঘটনা ঘটেছে।
শ্রম পরিদর্শক হেমায়েত উদ্দীন ওই ঘটনা স্বীকার করেছে। তিনি (হেমায়েত) ও শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
প্রায়ই মারুফ শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করতো বলে অভিযোগ করেছে কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালে মারুফের বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে ঘটনা নিস্পত্তি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
মারুফকে বরখাস্তের সিদ্ধান্ত জানানোর পর শ্রমিকরা শান্ত হয়ে কাজে যোগদান করেছে।