বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » আত্রাইয়ে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৫মি.) নওগাঁর আত্রাইয়ে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক রবি/২০১৮-১৯ মৌসুম ও পরবর্তি খরিফ-১/২০১৯ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৮৬৭ জন কৃষকের মাঝে প্রণোদনার বোরো, গম, সরিষা, ভুট্টা, বিটি বেগুন, তিল এবং গ্রীষ্মকালীন মুগডালের বীজ,সার সহায়তা বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি মো: ইসরাফিল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রুঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, আব্দুল মান্নান মোল্লা, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী, আজাদ রহমান প্রমুখ।