বৃহস্পতিবার ● ৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে র্যাব-পুলিশের মহড়া
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটে র্যাব-পুলিশের মহড়া
বাগেরহাট প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৪মি.) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (৮ই নভেম্বর) বিকেলে সারা দেশের নায় বাগেরহাটের র্যাব ও পুলিশ মহড়া দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল দেয়া হয়েছে। যা অব্যাহত আছে। র্যাব-৬’র অধিনায়ক হাসান ইমন রাজীব জানান, আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ ঘোষণাকে কেন্দ্র করে কুচক্রিমহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর হতে পারে। সে লক্ষ্যে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।
মহড়ায় পুলিশ- র্যাবের শতাধিক মোটার সাইকেল, পিকআপ ভ্যান এবং র্যাবের গাড়িতে কয়েকশ সদস্য অংশ গ্রহণ করে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সারাদেশের নায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে র্যাব-পুলিশের তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কুচক্রিমহল তৎপর হতে পারে। সে লক্ষ্যে পুলিশ-র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষাসহ জানমাল রক্ষায় কাজ করছে।এছাড়াও পোশাকে ও সাদা পোশাকে র্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে।
এছাড়াও বাগেরহাট জেলার ৯ উপজেলা, ইউনিয়নে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদারের কাজ করছে র্যাব-পুলিশ।মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান,নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা জোড়দার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ টহল দেয়া হয়েছে।