শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় সেনা অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
লামায় সেনা অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামায় ইয়াবা পাচারকালে সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। ৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় লামা পৌরসভার হরিণঝিরি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের দেহ তল্লাশী করে ৪১ পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃতরা হল : লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া ত্রিপুরা পাড়ার আতিরাম ত্রিপুরার ছেলে লিটন ত্রিপুরা (১৮) ও একই পাড়ার রুনাজন ত্রিপুরার ছেলে নির্মল ত্রিপুরার (৩২)।
জানা গেছে, পাচারের উদ্দেশ্যে ৪১ পিচ ইয়াবা নিয়ে লামা হতে মোটর সাইকেলে যোগে আলীকদম যাচ্ছিল লিটন ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা। ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে লামা পৌরসভার হরিণঝিরি নামকস্থানে তাদের আটক করে তল্লাশী করে সেনাবাহিনী। এসময় তাদের শরীর হতে ৪১ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা পাচারকারীরা জানায়, লামা পৌরসভার লাইনঝিরি এলাকার জনৈক ব্যক্তি হতে তারা ইয়াবা গুলো সংগ্রহ করেছে। লামা-আলীকদম সেনা জোনের ২৩ বীরের এক কর্মকর্তা জানান, ইয়াবা সহ আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ২ ইয়াবা ব্যবসায়ীকে আমাদের কাছে হস্তান্তর করা হয় এবং লিটন ত্রিপুরা ও নির্মল ত্রিপুরা বিরোদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।