শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গুনীজন » জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী চেয়ারম্যান কে হাফিজুল ইসলাম লস্করের অভিনন্দন
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী চেয়ারম্যান কে হাফিজুল ইসলাম লস্করের অভিনন্দন
বাশারুল ইসলাম, সিলেট থেকে :: অনলাইন মিডিয়া জগতের পরিচিত মুখ, চট্টগ্রাম অনলাইন মিডিয়া জগতের আইকন, প্রতিযশা সাংবাদিক ও কলামিষ্ট নির্মল বড়ুয়া মিলনকে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত করায় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের নব নির্বাচিত চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম কবির ও মহাসচিব মোস্তাফিজুর রহমান বাবলুসহ ফোরামের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন ও নবনির্বাচিত কার্যনির্বাহী চেয়ারম্যান নির্মল বড়ুয়া মিলন সাহেবকে অভিনন্দন জানান সিলেটের মোবাইল সাংবাদিকতা জগতের প্রতিকৃত, বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের স্থায়ী সদস্য, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর।
উল্লেখ্য, বুধবার (৮নভেম্বর) রাজধানীর গুলশানের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গনমাধ্যমে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, বেসরকারি টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের পেশাদার রিপোর্টারদের নিয়ে দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূর, সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যকে সামনে নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম।
দক্ষ জনশক্তি তৈরি, সামাজিক দায়বদ্ধতা, মূল্যবোধ ও নৈতিকতা চর্চা, ইতিবাচক পরিবর্তন, বৈষম্য দূর, সাংবাদিকদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ নানা উদ্দেশ্যকে সামনে নিয়ে দেশ জুড়ে সাংবাদিকদের প্রতি সহিংসতা, নির্যাতনের বিষয়টি মাথায় রেখে যে কোনো বিপদে তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যাক্ত করে ৯১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ সাইফুল ইসলাম কবির এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভার মাধ্যমে দেশের বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিততে .দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়.আমাদের সময়.কম এর প্রতিনিধি সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ সাইফুল ইসলাম কবিরকে চেয়ারম্যান, দৈনিক আমাদের অর্থনীতি.আমাদের সময়.কম এর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবলুকে মহাসচিব ও চট্টগ্রাম বিভাগ থেকে প্রকাশিত সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক নির্মল বড়ুয়া মিলনকে কার্যনির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হয়।