শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২০মি.) নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তর ও দক্ষিণ বঙ্গের সঙ্গে দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এব্যাপারে আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। বিকাল ৪টার দিকে ট্রেনটি আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তর ও দক্ষিন বঙ্গের সাথে চলাচলকারী সব রেল বন্ধ রয়েছে। তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ার খবর উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এলে বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি।
এদিকে এই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে শত শত ট্রেন যাত্রী।