শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে অন্বেষা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়াতে অন্বেষা মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) রাঙ্গুনিয়ায় শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি পরীক্ষা অংশ নিয়েছে ৩০১ জন শিক্ষার্থী। আজ শুক্রবার (৯ নভেম্বর) উপজেলার থানা সদর বি আ ই জেড বালিকা উচ্চ বিদ্যালয় ও বি আ ই জেড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের আয়োজনে পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১ম থেকে ৭ ম শ্রেণি ও ৯ ম শ্রেণির ৩০১ জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী মাসের ৯ ডিসেম্বর পরীক্ষার ফল দেয়া হবে। বিকেলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা অন্বেষা মেধাবৃত্তি উপ-কমিটির আহবায়ক ডা. এস এম আবুল ফজল, সমন্বয়কারী মুহাম্মদ আবু নাসের, শিক্ষক কাজী আহসান উদ্দীন, কাজী জান্নাতুল ফেরদৌস, চট্টগ্রাম শিক্ষা অন্বেষা ফাউন্ডেশনের সদস্য মুহাম্মদ ফরিদ মিয়া,পরীক্ষা নিয়ন্ত্রক শম্ভু কান্তি বিশ্বাস, পর্যবেক্ষক মো. সেলিম, মো. আবদুল্লাহ, শিক্ষানুরাগী শহীদুল ইসলাম ও দিলারা নাজনীন প্রমুখ।