শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নৌকায় ভোট দিয়েছেন বলেই পার্বত্যবাসী শান্তিতে আছে : পার্বত্য প্রতিমন্ত্রী
নৌকায় ভোট দিয়েছেন বলেই পার্বত্যবাসী শান্তিতে আছে : পার্বত্য প্রতিমন্ত্রী
বান্দরবান প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৭মি.) নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে আজ বান্দরবানসহ পার্বত্য তিন জেলার মানুষ শান্তি সম্প্রীতিতে বসবাস করছেন। আওয়ামীলীগ সরকারের আমলেই একমাত্র সম্ভব হযেছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে। তারি ধারাবাহিকতায় পার্বত্য এলাকায় ও ব্যাপক উন্নয়ন হয়েছে। পার্বত্য অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারো জনগণকে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের কাছে আাহব্বান জানিয়েছেন তিনি।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্বত্য অঞ্চলে মানুষের প্রতি আলাদা ভাবে সু-দৃষ্টি রয়েছে বলেই পার্বত্য অঞ্চলে ব্যপক উন্নয়ন হয়েছে। আবারো পর্বত্য অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধামন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় দেশ পরিচালনার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বন জানান।
আজ শনিবার (১০ নভেম্বর) দুপুরে বান্দরবান সদর উপজেলার সুলতার পুরে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নব নির্মিত তুলাতলী জামে মসজিদ উদ্ধোধন ও সুলতান পুর এলাকায় আরও একটি মাসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং সুয়ালক মাঝের পাড়ায় অবস্থিত ম্রো সম্পদায়ের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মুরুং কম্পেলেক্স এর নবনির্মত একাডেমিক ভবন উদ্ধোধন অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্ত্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার কামারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্জ একেএম জাহাঙ্গির, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত, সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারামা, ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে নিবাহী প্রকৌশলী মো. ইয়াছির আরাফাত জানান, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প মাধ্যমে ৩০ লক্ষ টাকা ব্যয়ে সুলতান তুলাতলী জামে মসজিদ ও সুলতান পুর এলাকায় ২০ লক্ষ টাকা ব্যয়ে আরো একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পরে ৯৮ লক্ষ টাকা ব্যয়ে সুয়ালক মাঝের পাড়া অবস্থিত ম্রো সম্পদায়ের মুরং কম্পেলেক্স এর নবনির্মত একাডেমিক ভবনসহ সর্ব মোট ১ কোট ৪৮ লক্ষ টাকার উন্নয়ন কাজের উদ্ধোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।