শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে শিয়ালের আক্রমনে আহত-৪
গোবিন্দগঞ্জে শিয়ালের আক্রমনে আহত-৪
গাইবান্ধা প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১১মি.) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সমসপাড়া গ্রামে শুক্রবার শিয়ালের আক্রমণে এক কিশোরীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। আহতরা হলেন, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের ফারাজ উদ্দিনের ছেলে বাতেন (৪০), সাইফুলের মেয়ে শান্তি (১৩), উত্তরপাড়া গ্রামের বাসিন্দা জাফিরুল শেখের ছেলে এনামুল (২২) ও মমিরুলের ছেলে মিলন (১৪)।
স্থানীয়রা জানান, বাতেন দুপুরে বাড়ীর পাশ্ববর্তী একটি ধানক্ষেত দেখতে গেলে হঠাৎ করে লুকিয়ে থাকা শিয়াল দৌড়ে এসে তার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়াতে থাকে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শিয়াল তাদেরকেও কামড়া দেয়। এতে এক কিশোরীসহ ৪ জন আহত হয়। পরে গ্রামবাসী ধাওয়া করে শিয়ালটিকে মেরে ফেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদ আলম জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে ৪ ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে বাতেনকে আশঙ্খাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।