শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ তলা ভবন থেকে পড়ে ২ সন্তানের জননীর অাত্মহত্যা
৫ তলা ভবন থেকে পড়ে ২ সন্তানের জননীর অাত্মহত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৮মি.) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার পদ্মা ভবন-৬ এ বিলকিছ অাক্তার (২৬) নামে এক মহিলা ৫ তলা ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বিলকিছ আক্তার নোয়াখালী জেলার রাজু অাহমেদ রনি স্ত্রী এবং ওই এলাকার মমতাজ খানের মেয়ে। সে দুই সন্তানের জননী।
স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী বিলকিছ অাক্তার রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র পদ্মা ভবনে ৬ থেকে অাত্মহত্যা করে। পরে তাদের উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়ত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিক খবর জানা সম্ভব হয়নি। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় ভবনে তাকা লোকজন।
এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিটন জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য রনিসহ তার বাবা মা ও ছোট ভাইকে পুলিশ অাটক করে।