রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন দিলু
সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন দিলু
সিরাজগঞ্জ প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে লড়াইয়ের জন্য মনোনয়ন জমাপত্র দিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও সলঙ্গা থানা আওয়ামীলীগের উপদেষ্টা মো: লুৎফর রহমান দিলু। আজ রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় দলীয় নেতাকর্মীদের সাথে সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে শুক্রবার মনোনয়ন পত্র ক্রয় করেন তিনি।
এসময় সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ, পাঙ্গাসী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাহে আলম, সলঙ্গা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মহমুদুল হক,রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আব্দুল হাই, ঘুড়কা ইউনিয়ন যুবলীগের আহবায়ক শরিফুল ইসলাম রোকন,নলকা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ন কবির সোহাগ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুলতান শিকদার, ঘুড়কা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাসির উদ্দিন ,সাধারণ সম্পাদক টুটুন তালুকদার, ধুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগে সাধারণ সম্পাদক মুন্জুরুল আলম, সলঙ্গা থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো: নাসিম, ক্রিড়া বিষয়ক সম্পাদক এনামুল হক বাবু,তাড়াশ বিশ^বিদ্যালয় কলেজ শাখার সভাপতি ইকবাল হাসান রুবেল,সাধারণ সম্পাদক আতিকুল ইসলামসহ প্রায় ২ শাতধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন।
এসময় লুৎফর দিলু বলেন, মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে বঙ্গবন্ধুর আদর্শে ভিত্তিতে বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার নেতৃত্বে সর্বসাধারণের জীবন-মানের উন্নয়ন ঘটিয়ে উন্নত, সমৃদ্ধ ও আলোকিত (রায়গঞ্জ-তাড়াশ) গড়তে নিরলসভাবে কাজ করে যাওয়াই আমার লক্ষ্য। এজন্য স্কুল-কলেজ হাট-বাজার,রাস্তা-ঘাটের উন্নায়ন, শিল্প কারখান গড়ে তুলে বেকার সমস্যা দুর করা হবে।