সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ-২ (সদর) আসনে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
ঝিনাইদহ-২ (সদর) আসনে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন
ঝিনাইদহ প্রতিনিধি :: আগামী আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন চারজন। এঁরা হলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ সফিকুল ইসলাম অপু, শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, যার হাতে ঝিনাইদহবাসী নিরাপদ, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ সুসংগঠিত, জননেত্রী শেখ হাসিনার নৌকা নিরাপদ। গত নির্বাচনে স্বতন্ত্র থেকে নির্বাচিত ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় বিএনপির চারজনের নাম শোনা যাচ্ছে। এঁরা হলেন চারবার নির্বাচিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য মসিউর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু। এই আসনটিতে বরাবরই বিএনপির রয়েছে বেশ শক্ত অবস্থান। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। নির্বাচনে সব সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডা-হাড্ডি লড়ায় হয়ে থাকে। তবে এবার আসনটিতে জামায়াতসহ কোনো ইসলামি ও বাম দলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ছে না। এই আসনে বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দিতায় হয়ে আসছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে আগামী একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দিতায় হবে বলে মনে করছেন ভোটাররা।