সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে লড়াই হবে ত্রিমুখী
রাঙামাটিতে লড়াই হবে ত্রিমুখী
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে সোমবার ২৮ ডিসেম্বর পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণার শেষ দিনে জমে উঠেছে নির্বাচন। এবার প্রথম দলীয় ব্যানারে নির্বাচন হওয়ায় যোগ হয়েছে আলাদা মাত্রা। প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপি অঙ্গসংগঠন ছাত্রলীগ আর ছাত্র দলের নতুন ভোটারদের রয়েছে অধিক উৎসাহ আর উদ্দিপনা।
৩২১০৮ জন পুরুষ ও ২৫৬৮৬ জন মহিলা মোট ভোটার হচ্ছে ৫৭৭৯৪ জন ২৮টি কেন্দ্র। ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন ২৮টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ বলে প্রধান নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছেন বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ।
রাঙামাটি এলাকায় পৌরসভায় মূল ফেক্টর ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের ভোটাররা। তাদেরকে টার্গেট করেই বিভিন্ন কৌশলে প্রচারণা চালচ্ছে প্রার্থীগণ। দিচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি।
এদিকে পৌরসভায় ২৮টি ভোটকেন্দ্রের মধ্যে শেষ পর্যন্ত ১২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বলে জানান রাঙামাটি পৌরসভা রিটার্নিং অফিসার ও রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা জামান। তিনি আরো বলেন রাঙামাটি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর, সাধারন কাউন্সিলর ও মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেনি।এসব ব্যাপার মাথায় রেখে প্রশাসন গ্রহণ করেছে নিশছিদ্র নিরাপত্তা বলয়। রবিবার থেকে রাঙামাটি শহরের আবাসিক হোটেল ও মোটেল গুলিতে বহিরাগতদের অবস্থান সীমিত করা হয়েছে এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসিয়ে মটরসাইকেল আরহীদের কাগজপত্র যাচাই করতে দেখা গেছে।
১৯৭৩ সালে গঠিত হয় রাঙামাটি পৌরসভা। প্রথম শ্রেণীর এ পৌরসভায় আওয়ামীলীগ ও বিএনপি প্রাধান্য রয়েছে । গত বার মেয়র নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম চৌধুরী। এর পূর্বে পর পর তিন বার আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান ও মেয়র মাহাবুবুর রহমান ও মোঃ হাবিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। এবার আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, পিসিজেএসএস, সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৫জন প্রার্থী রয়েছেন। ৫জন মেয়র প্রার্থী হলেও সক্রিয় ভাবে ৪জন মাঠে প্রচারণা চালাচ্ছেন জোরে শোরে। প্রথম বারের মত দলীয় প্রতীকে ভোটের কারণে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। বিশেষ করে নতুন ভোটারদের রয়েছে ব্যপক উৎসাহ। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে আটঘাট কোমর বেধে মাঠ চষে বেড়াচ্ছেন। দলের অঙ্গসংগঠনের নেতা কর্মীরাও গণসংযোগে যোগ দিচ্ছেন। ভাসমান ভোটার রয়েছে প্রায় ১০ হাজার। রাঙামাটি পৌরসভা ৯টি ওয়ার্ডে কাউন্সিলর ৩৯জন, সংরক্ষিত কাউন্সিলর ৭জন। মেয়র পদে ৫জন প্রার্থী লড়াই করছেন।
এদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), বর্তমান মেয়র বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী শিবু প্রসাদ মিশ্র (লাঙল), পিসিজেএসএস সমর্থিত (স্বতন্ত্র)প্রার্থী গঙ্গামানিক চাকমা (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবি (কম্পিউটার)।
এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী ও বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ও পিসিজেএসএস নেতা গঙ্গামানিক চাকমা মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন। আওয়ামীলীগের যুব নেতা আকবর হোসেন চৌধুরীর বিজয়ের সম্ভাবনা দেখছেন নতুন প্রজন্মের এখনকার অধিকাংশ ভোটার। তবে পিছিয়ে নেই বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি- সন্তু গ্রপ(পিসিজেএসএস) তার দলের নির্বাচন কমিশনের কাছে রেজিষ্ট্রশন না থাকার স্বতন্ত্র হলেও গঙ্গামানিক চাকমাও । তবে নিম্ন আয় এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা বর্তমান ৭ নং ওয়ার্ডের পছন্দ স্বতন্ত্র প্রার্থী রবিউল আলম রবি । দলীও কারণে পিছিয়ে পড়ছেন জাতীয় পার্টির প্রার্থী শহরে প্রচারণায় দেখা যাযনি মেয়র পদপ্রার্থী শিবু প্রসাদ মিশ্রকে। তার মাঠ পর্যায়ে তেমন কোন সাড়া না থাকলেও মাইকিং আর ব্যানারে প্রচার রয়েছে। তবে ভোটারদের মাঝে তেমন কোন সাড়া মিলছে না।
গত কাল রবিবার বিএনপির মেয়র পদপ্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী সরকারী দল ও প্রশাসনের নিরপেক্ষাতার কারণে দেখিয়ে জেলা বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন।
ভোটাররা কাকে ভোট দিবে এ নিয়ে দুশচিন্তায় পড়েছেন। পিসিজেএসএস সমর্থিত মেয়র পদপ্রার্থী গঙ্গামানিক চাকমা তার কৌশল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তাদের ১৭ হাজার ভোট ব্যাংক রয়েছে। একটি ভোটও অন্য প্রার্থীর মার্কায় যাবেনা বলে ধারণা করা হচ্ছে। তবে সব দলের প্রার্থীদের কিছু কিছু ভোট কম্পিউটার মার্কায় পড়বে বলে মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে ।
এছাড়া দীর্ঘ দিন যাবৎ বাঙ্গালীদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও বাঙ্গালীদের সর্বশেষ প্রতিষ্ঠান রাঙামাটি পৌরসভা ভোটারদের হিসাব নিকাশে এবং একাধিক বাঙ্গালী মেয়র পদপ্রার্থী থাকার কারণে চলে যেতে পারে পাহাড়িদের হাতে এমনটাই আশংকা প্রকাশ করছেন স্থানীয় বাঙ্গালীরা।
অভিজ্ঞ মহলের ধারনা মুলতঃ লড়াই হবে ত্রিমুখী আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী (নৌকা), বর্তমান মেয়র বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) ও পিসিজেএসএস সমর্থিত (স্বতন্ত্র) প্রার্থী গঙ্গামানিক চাকমা (নারিকেল গাছ) এদের ভিতর।
আপলোড : ২৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৪০ মিঃ