বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিএনপির মনোনয়নপত্র নিলেন বান্দরবানের ৯ জন
বিএনপির মনোনয়নপত্র নিলেন বান্দরবানের ৯ জন
বান্দরবান প্রতিনিধি :: ৩০০ নং সংসদীয় আসন পার্বত্য বান্দরবান থেকে বিএনপির প্রার্থী হতে এপর্যন্ত মনোনয়ন ফরম কিনেছেন মোট ৯ জন। মনোনয়ন প্রত্যাশিরা মঙ্গলবার ঢাকা নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বান্দরবান সংসদীয় আসনে গত সোমবার প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলার থানচির সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো।
এদিকে মঙ্গলবার (১৩ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয় থেকে একে একে মনোনয়ন ফরম সংগ্রহ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য ডা: সারওয়ার আলাম, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাচিং প্রু জেরী, বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যন আব্দুল কুদ্দুছ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, লামা পৌর সভার সাবেক মেয়র আমির হোসেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান তোফায়েল আহম্মদ। এই পর্যন্ত মোট ৯জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে সবাই দল থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদী।